বারাণসী: ভোটমুখী উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে বিরোধীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তাঁর দাবি, এ যাবৎ উত্তরপ্রদেশে শুধু জাতপাত এবং ধর্মের রাজনীতি হয়ে এসেছে। রাজ্যের উন্নতি চায় না বিরোধীরা। ‘মাফিয়াবাদ’, এবং ‘পরিবারবাদ’, বিরোধীদের অভিধানে শুধু এই দুই শব্দই রয়েছে বলেও মন্তব্য করেন মোদি।


সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে  (Varanasi) জনসভা করেন মোদি। ২ হাজার ৯৫ টাকার ২৭টি নতুন প্রকল্পেরও উদ্বোধন করেন। সেখানে দাঁড়িয়েই বিরোধীদের নিশানা করেন তিনি। বলেন, “ওদের অভিধানে কী আছে, তা ভাল ভাবেই জানেন আপনারা। ওদের আচরণ এবং চিন্তাভাবনাতেও তার প্রকাশ পায়, পরিবারবাদ, মাফিয়াবাদ এবং বেআইন ভাবে সম্পত্তি জবরদখল। পূর্বাঞ্চলের উন্নয়ন হলে ওদের সমস্যা।”


আরও পড়ুন: 5G Services Roll-out : নতুন বছরেই দেশের ৪ মেট্রো ও নির্দিষ্ট কয়েকটি শহরে ৫জি পরিষেবা


এ যাবৎ বিজেপি-র (BJP) বিরুদ্ধে জাতপাত এবং ধর্মের রাজনীতির অভিযোগ তুলে এসেছেন বিরোধীরা। কিন্তু এ দিন মোদি বলেন, “আমি ডাবল ইঞ্জিন সরকারের কথা বললে কিছু মানুষ রেগে যান। উত্তরপ্রদেশ এবং কাশীর দ্বিগুণ উন্নয়নের কথা সহ্য হয় না ওঁদের। আসলে ওঁরা শুধু জাতপাত, শ্রেণি এবং ধর্মের নামে রাজনীতি করে এসেছেন। উত্তরপ্রদেশকে নিজের পরিচয়ে পুরিচিত হতে দেখতে চান না ওঁরা।”


বিগত ১০ দিনে এই নিয়ে দ্বিতীয় বার বারাণসীতে পা রাখলেন মোদি। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। তার আগে বিজেপি-র প্রচারের পালে হাওয়া তুলতেই ঘন ঘন তাঁর উত্তরপ্রদেশযাত্রা বলে মনে করছে রাজনৈতিক মহল।


হিন্দি বলয়ে দাঁড়িয়ে এ দিন ফের গো-আবেগ উস্কে দেন মোদি। তিনি বলেন, "গোমাতা আমাদের কাছে মায়ের সমান এবং অত্যন্ত পবিত্র। যাঁরা গোমাতা, মহিষ নিয়ে বিদ্রূপ করছেন, তাঁরা ভুলে যাচ্ছেন যে, এদের উপর কোটি কোটি মানুষের জীবন নির্ভর করে।"