কলকাতা : মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' বিতর্কে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অনৈতিকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন। আমার দাবি খুব স্পষ্ট, উনি গোটা দেশের কাছে নিঃশর্ত ক্ষমা চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য অসৎ।


আজ মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ঘিরে বিতর্ক দানা বাঁধে। কলকাতার আর্চ ডায়োসেসের Vicar General, ফাদার ডমিনিক গোমস বিবৃতি দিয়ে দাবি করেন, মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে সরকারি এজেন্সি দরিদ্রদের মধ্যে দরিদ্রতমদের বড়দিনের নিষ্ঠুর উপহার দিয়েছে। 


বিবৃতিতে তিনি আরও জানান, মিশনারিজ অফ চ্যারিটির বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপের নিন্দা করছি। এই পদক্ষেপের সময় এবং এর জেরে যে বিপর্যয় নেমে আসবে, সে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা না করায় আমরা হতবাক। 


আরও পড়ুন ; মাদার টেরিজার স্মৃতিধন্য মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' ঘিরে বিতর্ক !


এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ট্যুইট করে লেখেন, আমি শুনে হতবাক যে, ক্রিসমাসে কেন্দ্রীয় সরকার মিশনারিজ অব চ্যারিটির সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। ২২ হাজার রোগী ও কর্মীর খাবার ও ওষুধের অভাব দেখা দিয়েছে। আইন সবার উপরে হলেও মানবিক কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া ঠিক নয়।


যদিও, কেন্দ্রের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মিশনারিজ অফ চ্যারিটির কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মিশনারিজ অফ চ্যারিটির তরফেই আবেদন করা হয়েছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য।


এরপরই ময়াদনে নামে বিজেপি নেতৃত্বও। শুভেন্দুর পাশাপাশি সাংসদ সৌমিত্র খাঁ-ও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও তথ্য নেই। ওঁর দেখা উচিত, কীভাবে পশ্চিমবঙ্গ ওঁর আমলে খারাপ জায়গায় চলে যাচ্ছে। অ্যাকাউন্ট ফ্রিজ করার যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। উনি শুধু নাটক করেন।