নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এই অবস্থায় গোটা দেশে এখনও লকডাউন ঘোষণা না হলেও বেশ কিছু রাজ্যে শুরু হয়েছে কার্ফু এবং লকডাউন ৷ আগামী দিনে কী হবে, তা নির্ভর করবে পরিস্থিতির উপরেই ৷ এই অবস্থায় দেশের বিভিন্ন রুটের মোট ৪০টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল ৷ উত্তর পশ্চিম রেলের আঞ্চলিক ডেপুটি জেনারেল ম্যানেজার Lt. শশী কিরণ জানিয়েছেন, যাত্রী কম হওয়ার জন্যই রেলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ৪০টি ট্রেনের পরিষেবা বন্ধই থাকবে ৷ 








সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকেও ২৮ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ১০টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ এই ট্রেনগুলি বাতিলের ফলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের পরিষেবায় কিছু সমস্যা হতে পারে ৷ তিরুঅনন্তপুরম থেকে সেকেন্দরাবাদ পর্যন্ত ট্রেন নম্বর ০৭২২৯-এর সময় বদল করা হয়েছে ৷ ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এই ট্রেন তিরুঅনন্তপুরম থেকে সকাল ৭টার বদলে ছাড়বে সাড়ে ৯টা থেকে ৷


এদিকে আবার কলকাতার শিয়ালদহ এবং হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একের পর এক ট্রেন চালক এবং গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। সেকারণেই ট্রেন বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ট্রেন কমে যাওয়ায় সংকটে পড়েছেন নিত্য যাত্রীরা। 


দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একদিনের সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়িয়েছে ভারতে ৷ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩,২৩,১৪৪ জন ৷ মৃত্যু হয়েছে ২৭৭১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৫১,৮২৭ জন ৷


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,৮২,২০৪ জন ৷ কোভিডের ভ্যাকসিন নিয়েছেন ১৪,৫২,৭১, ১৮৬ জন ৷ মোট মৃত্যুর সংখ্যা ১,৯৭,৮৯৪ ৷ তবে দৈনিক সংক্রমণের সংখ্যা গত চার দিনের তুলনায় কিছুটা কমেছে ৷ তাতেও অবশ্য স্বস্তি ফিরছে না ৷ কারণ প্রতিদিনই তিন লক্ষের বেশি মানুষ ভারতে করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যা যথেষ্ট চিন্তার বিষয় ৷ দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪ জন। এই সংখ্যক সক্রিয় রোগীর জেরে হাসপাতালগুলিতে এখন কোনও বেডই প্রায় পাওয়া যাচ্ছে না। হন্যে হয়ে ঘুরেও বেড পাচ্ছেন না অনেকে।