মুম্বই: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান 'লক আপ'-এ (Lock Upp) ১৪তম প্রতিযোগী হিসাবে প্রবেশ করলেন টেলিভিশন অভিনেতা আলি মার্চেন্ট (Ali Merchant)। 'বিগ বস ৪'-এ (Bigg Boss 4) অভিনেত্রী সারা খানের (Sara Khan) সঙ্গে তাঁর বিবাহের সম্পর্কিত সমস্ত বিতর্কের কারণে আলি মার্চেন্টের প্রবেশ অনেকেরই মনোযোগ কেড়েছে। সারাও এই শো-এর অংশ।


সংবাদ সংস্থা আইএএনএসকে অভিনেতা বলেন, 'আমি খুশি যে ধীরে ধীরে আমি মানিয়ে নিচ্ছি। আমি এমনই একটি অনুষ্ঠানের অপেক্ষা করছিলাম বহু দিন ধরে।' তিনি আরও বলেন, 'যখন আমি 'বিগ বস' অনুষ্ঠানে ছিলাম, সেখানে আমি ১০-১১ দিনের জন্য অতিথি হিসাবে ছিলাম। আর সেই সময়ে আমার বয়সও বেশ কম ছিল। আর তারপর বেশ কিছু আবেগঘন কঠিন ঘটনা ঘটে।'


 






'কিন্তু এখন আমার জীবনের প্রতি একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যেখানে আমার অনেক স্পষ্টতা আছে এবং আমি মনে করি গত ১২ বছরে, আমি অনেক কিছু উপলব্ধি করেছি।ফলে তখন এবং এখন আমার খুব ভিন্ন দৃষ্টিকোণ।'


আলি জীবনে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন এবং তার জন্য এই অনুষ্ঠানে প্রবেশ করা বা ভিতরের প্রতিযোগীদের মুখোমুখি হওয়া, কিছুই চ্যালেঞ্জিং বলে মনে করছেন না তিনি।


আরও পড়ুন: VicKat News: ভিকি কৌশলের নতুন ছবি পোস্ট, ক্যামেরার পিছনে স্ত্রী ক্যাটরিনা


তিনি বলেন, 'বিগ বসের পর আমি কয়েকটা ভাল কাজের অফার পেতে শুরু করি। আমার তখন কোনও কাজ ছিল না। ফলে আমি একটি কারখানায় কাজ করা শুরু করি এবং প্রত্যেকদিন ৫ ঘণ্টা যাতায়াত করতে হত। এরপর আমি মিউজিক ভিডিওয় কাজ করা শুরু করি ও ইন্ডাস্ট্রিতে পরিচিত হই। এখন আমি সফল ডিজেদের অন্যতম। আমি সবকিছু নিখুঁত কাজ করায় বিশ্বাস করি। অনুষ্ঠানের ভিতরেও একইভাবে চলব।'


সারার সঙ্গে আলির বিয়ে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যে প্রাক্তন স্ত্রী সম্পর্কে অনেক কথা বলেছেন আলি মার্চেন্ট। আসলে, একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাঁর বিয়ে ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। এখন, অভিনেতা শোয়ে সারার মুখোমুখি হবেন, তখন তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেবেন সেটাই দেখার। তবে অভিনেতার কথায়, 'এটি একটি মানবিক প্রবণতা যে সবকিছু যদি নিয়মমাফিক হয় তাহলে কেউ প্রশ্ন করে না, কিন্তু আপনি যদি কোনও ভুল পদক্ষেপ নেন তবে মানুষ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সে সময় আমার সঙ্গেও তাই হয়েছিল। যখন দুজন মানুষ প্রেমে পড়ে, তখন স্পষ্টতই পরবর্তী ধাপ হল বিয়ে। হয়তো সেটা সম্পর্কের এক বছর পর হত। সেই সময় আমি বেশ অল্পবয়সী ছিলাম এবং জাতীয় টেলিভিশনে বিয়ে করা আমাদের কাছে একটি দুর্দান্ত জিনিস বলে মনে হয়েছিল। কিন্তু শো থেকে বেরিয়ে আসার পর বুঝতে পারলাম যে জিনিসগুলো ঠিক করা যাবে না। অবশ্যই সারার সঙ্গে আমার সম্পর্ক আমার কেরিয়ারে অনেক প্রভাব ফেলেছে কিন্তু এখন আমি এগিয়ে গেছি এবং তাঁর সম্পর্কে খারাপ কিছু বলতে চাই না।'


তবে শোনা যাচ্ছে প্রাক্তন স্বামীর অনুষ্ঠানে প্রবেশের ঘোষণায় বিশেষ খুশি হননি অভিনেত্রী সারা খান।