সিধি: মধ্যপ্রদেশে সিধি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রীবাহী বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারালেন ৪০ জন।
দুর্ঘটনায় সাত জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি দ্রুত উদ্ধার কাজের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি সিধি বাসস্ট্যান্ড থেকে সাতনার উদ্দেশে যাচ্ছিল। বাসে যাত্রার জন্য ৩৯ জন যাত্রী টিকিট বুক করিয়েছিলেন। এছাড়াও রাস্তায় আরও যাত্রী বাসটিতে চড়েন বলে জানা গেছে। সবমিলিয়ে বাসে ৬০ জনের মতো যাত্রী ছিলেন বলে মনে করা হচ্ছে।
দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করে শিবরাজ ট্যুইট করে বলেছেন, সিধির এই দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কে প্রশাসন ও উদ্ধারকাজের সঙ্গে যুক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি ও কথাবার্তা বলছি। দুর্ঘটনায় এতগুলি মানুষের মৃত্যু খুবই মর্মান্তিক। এতে আমার মন ভারাক্রান্ত। উদ্ধার কাজ চলছে। কালেক্টর, কমিশনার, আইজি,এসপি ও এসডিআরএফ দল এই কাজে যুক্ত।
মঙ্গলবার সকালে পটনা গ্রামের কাছে খালে বাস পড়ে যাওয়ার পর বহু যাত্রী নিখোঁজ হয়ে যান। ইন্সপেক্টর জেনারেল (রেওয়া জোন) জোগা জানিয়েছেন, সাতজন যাত্রী সাঁতরে ডাঙায় উঠে আসতে সক্ষম হন। সকাল সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালে পড়ে বাসটি জলে ডুবে যায়। বাসটি ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পটনা গ্রামের কাছে একটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়।
মধ্যপ্রশের মন্ত্রী তুলসি সিলওয়াত বলেছেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে খোঁজখবর করছেন। দুই জন মন্ত্রী তাঁর নির্দেশে সিধি পৌঁছবেন। আমিও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেছি।