UP Assembly Elections 2022, SP-RLD Joint Rally: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে সমাজবাদী পার্টি (এসপি) ও রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-র যৌথ জনসভা ছিল আজ। আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি। প্রচারে নেমে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এসপি (SP) নেতা অখিলেশ যাদব। এবার জোট বেঁধে লড়াইয়ের ঘোষণা করেছে এসপি ও আরএলডি। এরইমধ্যে আজ ছিল আলিগড়ে এসপি-আরএলডি-র (RLD) যৌথ সমাবেশ। এই সমাবেশের মঞ্চে ওঠার পথে সিঁড়ির রেলিং আচমকাই ভেঙে পড়ল। ঘটনার সময় মঞ্চে ছিলেন আরএলডি-র সভাপতি জয়ন্ত চৌধুরী। যদিও এর ফলে কারুর গুরুতরভাবে জখম হওয়ার খবর নেই। 



এই ঘটনার ভিডিও-ও সামনে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে পৌঁছনোর আগেই বেশ কয়েকজন নেতা ও কর্মী সিঁড়ির রেলিং ভেঙে পড়ে যান। সঙ্গে সঙ্গেই কয়েকজন এগিয়ে এসে পড়ে যাওয়া নেতা-কর্মীদের ধরে তোলেন। 
চৌধুরী চরণ সিংহর জন্মদিন উপলক্ষ্যে সভার আয়োজন


বিশিষ্ট কৃষক নেতা নামে পরিচিত চৌধুরী চরণ সিংহর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলিগড়ের ইগলাসে সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদল যৌথ সমাবেশের আয়োজন করছিল। এই সমাবেশে জন সমাগম হয়েছিল চোখে পড়ার মতোই। 


সমাবেশ নিয়ে অখিলেশের ট্যুইট


এই সমাবেশ যোগ দেওয়ার কথা ছিল সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের। যদিও করোনাভাইরাস জনতি কারণে তিনি সমাবেশে যোগ দিতে পারেননি। তাঁর স্ত্রী ও মেয়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় অখিলেশ এই সিদ্ধান্ত নেন। তবে ট্যুইট করে তিনি বলেন, ইগলাসে এসপি ও আরএলডি-র যৌথ সভায় আম জনতা ও কৃষকদের জনস্রোত রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 


আরএলডি-র গড় হিসেবে পরিচিত ইগলাস


উল্লেখ্য, আলিগড়ের ইগলাস এলাকা আরএলডি-র গড় বলে পরিচিত। এসপি-র সঙ্গে জোটের পর আলিগড়ের ইগলাসে জয়ন্ত চৌধুরীর ভাষণ শুনতে ভালোই ভিড় হয়েছিল। সকাল থেকেই সমাবেশ স্থলে পৌঁছতে শুরু করেন কর্মী ও সমর্থকরা।