মুম্বই : গত বছর ১৭ এপ্রিল করোনায় প্রথম মৃত্যু দেখেছিল মহারাষ্ট্র। ঠিক একবছর পর শুধু মহারাষ্ট্র রাজ্যই মৃতের সংখ্যার নিরিখে পোল্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছে। মহারাষ্ট্রে করোনায় মোট মৃত ৬০ হাজারের বেশি। শুধু তাই নয়, সংক্রমণেও একটা আস্ত দেশের কাছাকাছি তারা। ইটালির থেকে সামান্য পিছনে। 


প্রথম থেকে কার্যত করোনায় সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই মুহূর্তে এখানে মৃতের সংখ্যা ৬০ হাজার ৪৭৩। পোল্যান্ডের সামান্য কম। পোল্যান্ডে মৃতের সংখ্যা ৬২ হাজার ৩২। অন্যদিকে, এই রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩৮ লাখ ৩৯ হাজার ৩৩৮। অল্প এগিয়ে আছে ইতালি দেশটা। এখানে ৩৮ লাখ ৭৯ হাজার ১৩১ জন সংক্রমিত। গোটা বিশ্বে যা অষ্টম। 


এই মুহূর্তে মহারাষ্ট্রে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৩৮৮। যা তুরস্কের থেকে বেশি। তুরস্কয় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৯৩১(পঞ্চম স্থানে)। তবে সক্রিয় সংক্রমিতের সংখ্যার নিরিখে ফ্রান্সের পিছনে আছে মহারাষ্ট্র। ফ্রান্সে এই কেস রয়েছে ১০ লাখ ৭২ হাজার ৮৪৯টি(চতুর্থ স্থান)। 


করোনা নতুন করে দাপট বাড়ানোর পরও রোজই লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে। গতকালই সর্বোচ্চ সংক্রমণ দেখা গিয়েছে রাজ্যে। ৬৮ হাজার ৬৩১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সর্বোচ্চ মৃত্যু হয়েছে গতকাল। ৫০৩ জনের। 


এই পরিস্থিতিতে কড়াকড়ির পথে হাঁটছে মহা বিকাশ অঘাধি সরকার। তবে, লকডাউন ঘোষণার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। 


এদিকে এপ্রিলে অধিকাংশ দিনই ৬০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে। যার ফলে রাজ্যের স্বাস্থ্য কাঠামোতেও বড়সড় ধাক্কা লেগেছে। মহারাষ্ট্র আইএমএ অ্যাকশন কমিটির চেয়ারম্যান সুহাস পিঙ্গে বলেন, মৃত্যু এবং সংক্রমণ ক্রমাগত বেড়ে যাওয়াটা উদ্বেগের বিষয়।