ইলাহাবাদ : ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ । রাজ্যজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ অবস্থা কথা বিচার করেগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইলাহাবাদ উচ্চ আদালত । সোমবার হাইকোর্ট জানিয়ে দেয় , উত্তরপ্রদেশ রাজ্যের পাঁচটি বড় শহরে লকডাউন জারি করা হবে আজ রাত থেকেই । রাজধানী লখনউ, গোরক্ষপুর, বারাণসী, কানপুর, ইলাহাবাদ সহ পাঁচটি শহরে বলবৎ হবে লকডাউন। ইলাহাবাদ হাইকোর্টের অর্ডার অনুসারে অনুসারে রাজ্য ও বেসরকারি সংস্থার সমস্ত অফিস বন্ধ রাখতে হবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত । 


হাইকোর্ট লকডাউন এর আওতা থেকে বাইরে রেখেছে জরুরি পরিষেবাকে। তার মধ্যে রয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো, ওষুধের দোকান এবং স্বাস্থ্যপরিষেবা প্রতিষ্ঠান,  কয়েকটি বিশেষ শিল্প এবং বৈজ্ঞানিক গবেষণার প্রতিষ্ঠানগুলি । এছাড়া পৌর পরিষেবা লকডাউন এর আওতায় বাইরে থাকবে। 


 খোলা থাকবে মুদির দোকান অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের কিছু দোকানপাট কিন্তু দোকানে ৩ জনের বেশি কর্মচারী থাকতে পারবেন না । এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে । সরকারি-বেসরকারি সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে । শিক্ষক-শিক্ষিকাদের ও স্কুলে আসতে হবে না ।


 


শপিং মল শপিং কমপ্লেক্স আগামী ২৬ এপ্রিল অবধি বন্ধ থাকবে ।


সমস্ত হোটেল, রেস্টুরেন্ট , এমনকি ছোট ছোট খাবারের আউটলেট গুলিও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত । যেকোনও রকম সামাজিক অনুষ্ঠান জমায়েত ও করা যাবে না আগামী ২৬ এপ্রিল অবধি। যেসব পরিবারে ইতিমধ্যে বিয়ের দিন স্থির হয়ে গেছে সে ক্ষেত্রে পুনরায় অনুমতি নিয়ে সেই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে । অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছ থেকে । জমায়েতে লোক সংখ্যা ২৫ জনের বেশি হবে না ।


যে কোন ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে ।


রাস্তার ধারে হকারদের জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে সময় বেঁধে দেয়া হয়েছে । রাস্তায় লোকজনের হাঁটাচলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে । শুধুমাত্র জরুরি কারণে অথবা চিকিৎসার জন্য বের হওয়া যাবে। এ ব্যাপারে আদালত রাজ্য সরকারকে যথেষ্ট কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে