মুম্বই: অবশেষে কি ইতি পড়তে চলেছে মহারাষ্ট্র ডামাডোলে? বেশ কিছুদিন ধরেই অন্তর্দ্বন্দ্বে ছাড়খাড় শিবসেনা। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন শিবসেনার ৩৯ জন বিদ্রোহী একনাথ শিণ্ডের সঙ্গে। দীর্ঘদিন ধরে শিণ্ডে শিবিরের সবাই ছিলেন গুয়াহাটির হোটেলে। পরে তাঁরা গোয়ায় এসেছেন। এই টানাপড়েনের মধ্যে বুধবার রাতে পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। তারপরেই সরকার গঠনের তৎপরতা তুঙ্গে তুলেছে বিজেপি।
সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি জানাতে পারেন সে রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। আর সব ঠিকঠাক থাকলে কালই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ফড়ণবীস, খবর সূত্রের। একনাথ শিণ্ডে গোষ্ঠীকে সঙ্গে নিয়েই বিজেপি গঠন করতে পারে সরকার। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন একনাথ শিণ্ডে। আজই, গোয়া থেকে মুম্বই ফিরছেন একনাথ শিণ্ডে। তার আগে গোয়ায় বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন শিণ্ডে।
মন্ত্রিসভায় কোন দলের কতজন?
- সূত্রের খবর, নতুন মন্ত্রিসভার সদস্য হতে পারেন শিণ্ডে শিবিরের ১২ জন বিধায়ক।
- আর অন্যদিকে বিজেপির ২৮ বিধায়ক পেতে পারেন মন্ত্রিত্ব।
মহারাষ্ট্রে বিজেপির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা।সূত্রের খবর, সরকার গড়ার দাবি জানাতে পারেন দেবেন্দ্র ফড়ণবীস। কাল শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা। মহারাষ্ট্রের মসনদ দখলের আগে আজ সকালে ফড়ণবীসের বাড়িতে বৈঠকে বসতে চলেছে বিজেপির কোর কমিটি। এদিকে, আজই গোয়া থেকে মুম্বইয়ে ফিরছেন একনাথ শিণ্ডে। সন্ধেয় শিণ্ডের সঙ্গে বিজেপির বৈঠকের সম্ভাবনা। মন্ত্রিসভায় দফতর ভাগাভাগি নিয়ে বিজেপি ও শিণ্ডে শিবিরের মধ্যে আলোচনা হওয়ার কথা। খবর সূত্রের। অন্যদিকে, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পরেই, গতকাল নাটকীয়ভাবে ফেসবুক লাইভে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তারপর নিজেই গাড়ি চালিয়ে রাজভবনে যান ইস্তফাপত্র পেশ করতে। রাতে ছেলে আদিত্য ঠাকরেকে নিয়ে মন্দিরে পুজোও দেন উদ্ধব।
বিধানসভায় সংখ্যা:
- মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন ২৮৭টি।
- বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৪।
- এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়ে ১০৬-তে।
- শিণ্ডে শিবিরের দাবি, তাঁদের সঙ্গে রয়েছেন ৩৯ জন বিধায়ক।
- দুইয়ের যোগফলে সংখ্যাটা দাঁড়াচ্ছে ১৪৫। এমনটা হলেই ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে বিজেপি।
- এছাড়াও, তাদের সমর্থনে রয়েছেন অন্যান্য আরও ২২ জন বিধায়ক, দাবি বিজেপির গোষ্ঠীর।