মুম্বই:  মহারাষ্ট্রে ১০৬ নগর পঞ্চায়েত সংস্থার ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে। ভোট গণনার সামগ্রিক প্রবণতা অনুযায়ী, ২৫ টি এলাকায় নগর পঞ্চায়েত বোর্ড গঠন করতে চলেছে এনসিপি। বিজেপি ২৪ টিতে এবং কংগ্রেস ১৮ ও শিবসেনা ১৪ টি নগর পঞ্চায়েতে জয়ী হতে চলেছে। 


উল্লেখ্য এনসিপি, কংগ্রেস ও শিবসেনা মহারাষ্ট্রের শাসক মহা বিকাশ আঘাদির শরিক দল। কিছু এলাকায় ওই দলগুলি জোট বেঁধে লড়াই করেছে। বাকি জায়গায় নিজেদের শক্তিতে লড়াই করেছে। কিন্তু ভোট গণনার প্রবণতা অনুযায়ী, শাসক জোট অর্ধেকের বেশি নগর পঞ্চায়েতে জিতে বিপুল ব্যবধানে বিজেপিকে হারাতে চলেছে। 


১০৬ নগর পঞ্চায়েতের মোট যতগুলি আসনে ভোট হয়েছে, সেগুলির মধ্যে সবচেয়ে বেশি আসন বিজেপির দখলে আসবে বলেই মনে করা হচ্ছে। ১,৮০২ আসনের মধ্যে তারা ৩৭৯ আসনে জিতেছে। এখনও পর্যন্ত ১,৬৮৩ আসনের ফল ঘোষণা করা হয়েছে। 


ভোট গণনার এই প্রবণতার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন দাবি করেছেন, তাঁদের দল রাজ্যে একক বৃহত্তম রাজনৈতিক শক্তি। ২৬ মাস ক্ষমতার বাইরে থাকার পরও বিজেপি সাফল্য পেয়েছে। এর থেকেই স্পষ্ট সরকারে না থেকেই বিজেপি ভালো ফল করতে সক্ষম। 


এনসিপি ৩৫৯ আসনে, শিবসেনা ২৯৭ আসনে এবং কংগ্রেস ২৮১ আসনে জয়ী হয়েছে। এর অর্থ, মহা বিকাশ আঘাদি এই নির্বাচনে বিজেপিকে বিপুল ব্যবধানে পরাস্ত করেছে। 


স্থানীয় সংস্থার নির্বাচনে ওবিসি-দের জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষণে স্থগিতাদেশ পুণর্বিবেচনার আর্জি জানিয়ে মহারাষ্ট্র সরকার গত মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।  সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে ওবিসি-দের জন্য ২৫ শতাংশ সংরক্ষণকে সাধারণ পর্যায়ে ফেরাতে নির্দেশ দিয়েছিল। ২০২০-র মার্চে আদালত বলেছিল, মহারাষ্ট্রে স্থানীয় সংস্থায় ওবিসি সংরক্ষণে  তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি-দের জন্য মোট সংরক্ষণ যেন মোট আসনের ৫০ শতাংশের বেশি না হয়। 


ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পর মঙ্গলবার মোট ৯৩ নগর পঞ্চায়েতে নির্বাচন করা হয়। ৮১ শতাংশ ভোট পড়েছিল।