কলকাতা: মল্লিকবাজারে (Mullick bazar) বন্ধ সিনেমা হল (Cinema Hall) পার্ক শো হাউজে (Park Show House) আগুন লাগার ঘটনার তদন্তে ঘটনাস্থলে গেল ফরেনসিক টিম (Forensic Team)। গতকাল আগুন লাগে মল্লিকবাজারের বন্ধ সিনেমা হলে। হলটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি। তবে পুড়ে ছাই হয়ে যায় স্ক্রিন ও অনেক আসন। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ সংযোগ না থাকা সত্ত্বেও কীভাবে আগুন, উঠছে প্রশ্ন।
কলকাতার (Kolkata) বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ফের আগুন লাগার ঘটনা বন্ধ সিনেমা হলে। পুড়ে ছাই হয়ে গেল স্ক্রিন (Screen)। ভেঙে পড়ল টিনের চালের একাংশ। মল্লিকবাজারের পার্ক শো হাউজে (Park Show House, Mullick bazar) অগ্নিকাণ্ডের ঘটনা ফিরিয়ে আনল বসুশ্রী (Basusree), পূরবীর (Purabi), জয়ার (Jaya) সেই ভয়ঙ্কর স্মৃতি। তবে হলটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি। কিন্ত বিদ্যুই সংযোগ না থাকলেও কীভাবে আগুন? ঘুরে ফিরে আসছে সেই প্রশ্ন। আজ ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম।
গতকাল, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ আগুন লাগে পার্ক শো হাউজে। আগুনের ভয়াবহতা ধোঁয়ার উচ্চতা দেখেই টের পাওয়া যায়। সূত্রের খবর, প্রথমে হলের দোতলায় আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু আগুন নেভাতে মাঝেমধ্যে বাধার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। পার্ক শো হাউজের আশপাশে রয়েছে একাধিক বহুতল। কাছেই রয়েছে Institute of Neurosciences-এর মতো হাসপাতাল। কিন্তু, দমকলের তৎপরতায় আগুন আশপাশে ছড়ায়নি। করোনা আবহে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল সিনেমা হলটি। সূত্রের খবর, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। তাহলে আগুন লাগল কীভাবে? দমকল ও ফরেন্সিক বিভাগ বিষয়টি খতিয়ে দেখলেও, স্থানীয় বাসিন্দাদের একাংশ অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে মনে করছেন। দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: Jalpaiguri News: উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ, এলাকাভিত্তিক ব্যবসা বন্ধের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার