গুয়াহাটি: বিদ্রোহ ঘোষণার পর থেকেই মহারাষ্ট্র (Maharashtra Political Crisis) ছাড়া তিনি। এ বার ঘরে ফেরার কথা শোনা গেল শিবসেনার (Shiv Sena) বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডেকে (Eknath Shinde)। তিনি জানিয়েছেন, শীঘ্রই মহারাষ্ট্র যাবেন তিনি। বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভারও নিজের কাঁধে তুলে নেবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে তাঁর পাশে ৫০ জনের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন শিন্ডে।
মহারাষ্ট্র ফেরা নিয়ে মুখ খুললেন শিন্ডে
সুপ্রিম কোর্টের নির্দেশের পর, শিন্ডে শিবিরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তৎপরতা চোখে পড়ছে। বিজেপি-র সঙ্গে মিলে সম্ভাব্য সরকারের সমীকরণও মোটামুটি তৈরি বলে জানা গিয়েছে সূত্র মারফত। সেই মর্মে শীঘ্রই মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে উদ্ধব সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। গুয়াহাটি হোটেলে তাদের হোচটেল বুকিংয়ের মেয়াদ ৫ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার গুয়াহাটিতে আশ্রয় নেওয়া পাঁচতারা হোটেলের বাইরে সংবাদমাধ্যমে মুখোমুখি হন শিন্ডে। তিনি বলেন, "গুয়াহাটিতে আমার সঙ্গে ৫০ জনের সমর্থন রয়েছে। হিন্দুত্বের স্বার্থে, নিজের স্বেচ্ছায় তাঁরা এখানে এসেছেন। শীঘ্রই মুম্বই ফিরব আমরা। বালাসাহেব ঠাকরের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাব।"
এর আগে, গত সপ্তাহে গুয়াহাটি থেকে গভীর রাতে বিমান ধরে শিন্ডে গুজরাত যান । সূত্রের দাবি, সেখানে অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক হয় তাঁর। তার পর ফের গুয়াহাটি ফিরে আসেন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও দিল্লি-মুম্বই-গুজরাত করে গিয়েছেন। শোনা যাচ্ছে, মহারাষ্ট্রে ফেরার আগে দিল্লিও যেতে পারেন শিন্ডে। তার পরই উদ্ধব সরকারের বিরুদ্ধে সরাসরি অনাস্থা প্রস্তাব আনবেন।
বিদ্রোহী শিবিরে তৎপরতা তুঙ্গে
কেন তাঁদের পদ বাতিল করা হবে না, তার ব্যাখ্যা দেওয়ার জন্য সোমবার ১২ জুলাই পর্যন্ত শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নিয়ে মঙ্গলবার আইনি রণকৌশল স্থির করতে দফায় দফায় বৈঠক রয়েছে বিদ্রোহী বিধায়কদের। সেখানে উপস্থিত থাকতে পারেন তাঁদের আইনজীবীরাও। সূত্রের খবর, শিন্ডে শিবিরে এই মুহূর্তে রয়েছেন ৩৯ জন শিবসেনা বিধায়ক। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সংখ্যা হাতে থাকলেও এর মধ্যেই কয়েকজনের মত বদলের আশঙ্কা করছেন শিন্ডে। তাই উদ্ধব শিবির থেকে আরও কয়েকজন বিধায়ককে নিজের দিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছেন বিদ্রোহী শিবিরের নেতা। অন্যদিকে, নিজেদের বিধায়কদের মুম্বইতেই থাকতে নির্দেশ দিয়েছে বিজেপি।