Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীতে চাকরি খুঁজলে রয়েছে সুখবর। মুম্বইতে ভারতীয় নৌবাহিনীর ডকইয়ার্ডে শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২১ জুন থেকে এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের 8 জুলাই 2022 এর মধ্যে এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। 


Indian Navy Jobs: কোন পদে কত নিয়োগ ?
নৌবাহিনীতে শিক্ষানবীশের মোট ৩৩৮গুলি পদে নিয়োগ করবে Indian Navy। এই নিয়োগের জন্য, ITI-এর শংসাপত্র প্রাপ্ত পুরুষ ও মহিলা প্রার্থীরা ইলেকট্রিশিয়ান, ইলেক্ট্রোপ্লেটার, মেরিন ইঞ্জিন ফিটার, ফাউন্ড্রি ম্যান, প্যাটার্ন মেকার, মেকানিক ডিজেল, ইন্সট্রুমেন্ট মেকানিক ও অন্যান্য পদের জন্য আবেদন করতে পারেন।


Indian Navy Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা 
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবীশ পদে আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশ হতে হবে। প্রার্থীদের কমপক্ষে 50% নম্বর সহ দশম শ্রেণি পাশ ছাড়াও ITI পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে NCVT স্বীকৃত যেকোনও ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক আইটিআই/বাণিজ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


Indian Navy Jobs: বেতন কাঠামো


ITI পাশ প্রার্থীদের প্রশিক্ষণের প্রথম বছরে প্রতি মাসে 7000 টাকা ও ফ্রেসারদের প্রতি মাসে 6000 টাকা বেতন দেওয়া হবে। এছাড়া  প্রশিক্ষণের দ্বিতীয় বছরে বেতন ১০% বৃদ্ধি করা হবে।


Indian Navy Recruitment 2022: বয়সসীমা


এই নিয়োগের জন্য আবেদন করার জন্য, প্রার্থীদের জন্ম 01 অগাস্ট 2001 থেকে 31 অক্টোবর 2008 এর মধ্যে হতে হবে।


Indian Navy Jobs: নির্বাচন প্রক্রিয়া


লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই নিয়োগের জন্য প্রার্থীদের বাছাই করা হবে।


Indian Navy Recruitment 2022: কীভাবে আবেদন করবেন
এই নিয়োগের জন্য প্রার্থীদের dasapprenticembi.recttindia.in-এ লগ ইন করতে হবে। তারপর অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। 


আরও পড়ুন : Indian Air Force Jobs: অগ্নিপথ স্কিমের প্রক্রিয়া শুরু, এই তারিখ থেকে করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI