গুয়াহাটি: সদ্যই খবর পাওয়া যাচ্ছিল, বিক্ষুব্ধ শিবসেনা (Shiv Sena) নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবির ক্রমশ শক্তিশালী হচ্ছে। মহারাষ্ট্র ছেড়ে শিন্ডে শিবির প্রথমে যায় বিজেপি শাসিত গুজরাটে। সেখান থেকে ফের তারা উড়ে যায় আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে। আর সেখানে বসেই একনাথ শিন্ডে শিবির ঘুঁটি সাজাচ্ছে কীভাবে সরানো যায় উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray)। সদ্য আরও তিন শিবসেনা বিধায়ক যোগ দেন শিন্ডে শিবিরে। গুয়াহাটিতে যে রেডিসন ব্লু হোটেলে রয়েছেন শিবসেনা নেতৃত্ব, তার বাইরেই বৃহস্পতিবার সকালে বিক্ষোভ, প্রতিবাদ দেখান তৃণমূল কংগ্রেসের অসম 'ইউনিট'। যার নেতৃত্বে ছিলেন অসমের তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সভাপতি রিপুন বোরা (Ripun Bora)। সঙ্গে দলীয় পতাকা নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের বেশ কয়েকজন নেতৃত্ব এবং পার্টি কর্মীরা। জোড়ালো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।


উদ্ধব-একনাথ দ্বৈরথে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ-


তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যে সময়ে অসমে প্রবল বন্যায় বিধ্বস্ত জনজীবন, সেই পরিস্থিতিতে রাজ্যের মানুষের কথা চিন্তা না করে শাসক বিজেপি ফন্দি আঁটছে কীভাবে মহারাষ্ট্রের সরকারকে ফেলে দেওয়া যায়। প্রসঙ্গত, ব্রহ্মপুত্র এবং বরাক নদীর জল ক্রমশ বাড়ছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, গত মে মাস থেকে ইতিমধ্যেই অসমে বন্যার কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯জন। বন্যায় এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত, রাজ্যের প্রায় ৫৫ লক্ষ মানুষ। সেখানে রাজ্যের বিজেপি সরকার কীভাবে অন্য আর একটি রাজ্যের সরকার ফেলা নিয়ে এত সক্রিয় হতে পারে! এভাবে চললে বন্যায় আরও বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। আর সেখানে কিনা নিজেদের রাজ্যের বন্যা পরিস্থিতিতে তারা একেবারে নিষ্ক্রিয়। রেডিসন ব্লু হোটেলের বাইরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ সামলাতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে হোটেলসহ পার্শ্ববর্তী এলাকা।



আরও পড়ুন - Maharashtra political crisis: আরও তিন শিবসেনা বিধায়ক উদ্ধব ছেড়ে যোগ দিলেন শিন্ডে শিবিরে


প্রসঙ্গত, সূত্র মারফত জানা যাচ্ছে, একনাথ শিন্ডের শিবিরে ইতিমধ্যেই প্রায় ৪০জন শিবসেনা বিধায়ক যোগ দিয়েছেন। সদ্য যোগ দিয়েছেন আরও তিনজন বিধায়ক। এঁরা হলেন, মঙ্গেশ কুড়ালকর, সদা সরভাঙ্কর এবং দীপক কেসরকর। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে উদ্ধব ঠাকরে থাকবেন নাকি একনাথ শিন্ডে, অসম বিজেপি সরকারের অন্তত উচিত ছিল এদিকে নাক না গলিয়ে রাজ্যের মানুষকে বন্যা পরিস্থিতি থেকে রক্ষা করা। এমনই মত অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরাসহ তৃণমূল কর্মী সমর্থকদের।