মুম্বই: সরকার বিরোধিতার ব্যাখ্যা দিতে গিয়ে বার বার বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) দোহাই দিচ্ছেন বিদ্রোহীরা বালাসাহেবের হিন্দুত্ব আদর্শকে বার বার সামনে রাখছেন। এ যাবৎ তা নিয়ে সুর নরম রাখলেও, এ বার রুখে দাঁড়ালেন মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাডি জোটের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বিদ্রোহীদের উদ্দেশে তাঁর সাফ বার্তা তুলে ধরেছেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। উদ্ধবকে উদ্ধৃত করে তিনি বলেন, “বালাসাহেবের নামে নয়, নিজের নিজের বাবার নামে ভোট চান দেখি!”


জাতীয় কর্মসমিতির বৈঠকে কড়া বার্তা উদ্ধবের


মহারাষ্ট্রের টালমাটাল পরিস্থিতি এখনও অব্যাহত। একদিকে, অসমে বিদ্রোহী বিধায়কের সংখ্যা বাড়িয়ে চলেছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। অন্য দিকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সঙ্গে মহা আঘাডি জোটের সরকার টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধব। শনিবার নিজের শিবিরের নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই এমন বার্তা দেন বলে জানা গিয়েছে (Maharashtra Political Crisis)।


এ দিন উদ্ধবের ডাকা জাতীয় কর্ম সমিতির বৈঠকে হাজির ছিলেন শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয়ও। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে উদ্ধবকে উদ্ধৃত করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাফ জানিয়েছেন, যে নেতারা শিবসেনা ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাঁদের শিবসেনা অথবা বালাসাহেব ঠাকরের নামে ভোট চাওয়া উচিত নয়। নিজের নিজের বাবার নামে ভোট চান। মহা বিকাশ আঘাডি জোট ঐক্যবদ্ধ রয়েছে।”


আরও পড়ুন: Amit Shah : ‘মোদিজীকে যন্ত্রণা ভোগ করতে দেখেছি’, গুজরাত হিংসা নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ


এর আগে বিদ্রোহীদের দাবি-দাওয়া বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছিল শিবসেনা। কিন্তু এ বার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে। সঞ্জয়ের কথায়, “বিক্ষুব্ধদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা সন্ধের মধ্যেই জানতে পারবেন সকলে। মুখ্যমন্ত্রী হিসেবে অসম্ভব ভাল কাজ করেছেন উদ্ধব ঠাকরে। ওঁর নেতৃত্বেই নির্বাচনে লড়ব আমরা।”


বিক্ষুব্ধদের চাপ বাড়ালেন ডেপুটি স্পিকার


বিক্ষুব্ধ শিবিরের নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন, তাঁর কাছে  কমপক্ষে ৫০ জন বিধায়কের সমর্থন রয়েছে, যাঁদের মধ্যে ৪০ শিবসেনা বিধায়ক। ৩৩ জন বিক্ষুব্ধ স্বাক্ষরিত ঘোষণাপত্র জারি করে এর আগে নিজেকে শিবসেনা প্রধানও ঘোষণা করেন শিন্ডে। সেই মর্মে চিঠি দেন রাজ্য পাল, মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার এবং বিধান পরিষদের সচিবকেও। উদ্ধব সরকাররে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও জমা দেন তাঁরা। কিন্তু তাঁদের সেই দাবি খারিজ করেছেন ডেপুটি স্পিকার। একই সঙ্গে উদ্ধব শিবিরের জমা দেওয়া ১৬ জন বিক্ষুব্ধের বিধায়ক পদ বাতিলের দাবি মেনে নোটিসও জারি করা হয়েছে। সোমবারের মধ্যে ওই ১৬ জনকে হাজির হতে বলা হয়েছে।