মুম্বই: জাঁকিয়ে বসার ইঙ্গিত দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। বুধবারের পর বৃহস্পতিবারও ৮ হাজারের বেশি লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে যা সর্বোচ্চ বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।
মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যে ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে করোনার সংক্রমণের নতুন ঢেউ। আর যার জেরে ত্রাস ছড়াচ্ছে দেশজুড়েও। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছিল, বুধবারে ৮ হাজার ৭০২ জন নতুন করে আক্রান্ত হয়েছিলেন, আর বৃহস্পতিবার সেই সংখ্যাটা বেড়ে ৮ হাজার ৮০৭।
গত বছরের ২১ অক্টোবর শেষবার ৮ হাজারে বেশি মানুষ একদিনে আক্রান্ত হয়েছিলেন মহারাষ্ট্রে। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১৪২। যার প্রায় চার মাস পরে সেকেন্ড ওয়েভের ধাক্কায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার পেরিয়ে গেল। টানা দুদিন।
নতুন সংক্রামিতদের ধরলে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২১ লক্ষ ২৯ হাজার ৮২১-এ। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু ধরলে মহারাষ্ট্রে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫১ হাজার ৯৯৩। এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬৪ হাজার ২৬০।
মহারাষ্ট্রে নতুন করে যে করোনার ধাক্কা এসেছে তার বেশিরভাগটাই অবশ্য সীমাবদ্ধ রয়েছে বিদর্ভ এলাকায়। সেখানকার ১১ জেলায় আক্রান্তের সংখ্যাটাই সবথেকে বেশি।
ওয়াসিম জেলায় এক মন্দিরের পুরোহিত সহ মোট ১৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দিন দুই আগেই যে মন্দিরে একঝাঁক সমর্থকদের নিয়ে যেখানে গিয়েছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় রাঠোর।