মুম্বই: ফের ধাক্কা উদ্ধব শিবিরের। এবার স্পিকার নির্বাচনে। রবিবার মহারাষ্ট্রের (Maharashtra) বিধানসভায় অধ্যক্ষ নির্বাচনে জয়ী হলেন বিজেপির (BJP) রাহুল নারবেকর (Rahul Narwekar)। পরাজিত হলে উদ্ধব-কংগ্রেস-এনসিপি জোটের প্রার্থী রাজন সালভি। 


কত ভোটে জয়ী:
এদিন ১৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন রাহুল নারবেকর। পরাজিত হয়েছেন এমভিএ-র (MVA) প্রার্থী রাজন সালভি। জয়ের জন্য় প্রয়োজনীয় ছিল ১৪৪টি ভোট। সেখানে রাহুল নারবেকর ভোট পেয়েছেন ১৬৪টি। অন্যদিকে এমভিএ প্রার্থী রাজন সালভি পেয়েছেন ১০৭টি ভোট। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) ভোট দিয়েছে বিজেপি প্রার্থীকে। মহারাষ্ট্র বিধানসভায় সমাজবাদী পার্টির বিধায়ক ভোটদানে বিরত থাকেন। আগামীকাল সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের। 




কেই এই রাহুল রাহুল নারবেকর?
দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় জন্ম নারবেকরের। রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি শিব সেনার যুব সংগঠনের মুখপাত্র ছিলেন। ২০১৪ সালে তিনি শিব সেনা ছেড়ে যোগ দেন এনসিপিতে। তখন তিনি অভিযোগ করেছিলেন, শিব সেনার শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ করা যায় না। সেই কারণেই শিব সেনা ছেড়েছিলেন বলে জানিয়েছিলেন। এরপর ২০১৪ সালেই শিব সেনার প্রার্থীর কাছে হারেন তিনি। এরপরে ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। তখন কোলাবা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন। 


আরও পড়ুন: মাহি ভিজকে কুপিয়ে খুনের 'হুমকি', গ্রেফতার তারকা দম্পতির রাঁধুনি