নয়াদিল্লি: সেনায় নিযুক্তির ‘অগ্নিপথ’ প্রকল্প (Agnipath Scheme) ঘিরে উত্তাল গোটা দেশ। এমন পরিস্থিতিতে জরুরি ঘোষণা শিল্প সংস্থা মহিন্দ্রা গ্রুপের (Mahindra Group)। প্রশিক্ষিত এবং যোগ্য ‘অগ্নিবীর’দের (Agniveer) সংস্থায় নিয়োগ করা হবে বলে জানালেন খোদ আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra)।
সোমবার ট্যুইটারে এই ঘোষণা করেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ। তিনি লেখেন, ‘অগ্নিপথ প্রকল্পকে ঘিরে হিংসার ঘটনা দুর্ভাগ্যজনক। গতবছর প্রকল্পের সূচনাপর্বেই আমার মনে হয়েছিল, সুশৃঙ্খল এবং দক্ষ অগ্নিবীর অত্যন্ত প্রয়োজন। চাকরির উপযুক্ত তাঁরা। মহিন্দ্রা গ্রুপ এই প্রশিক্ষিত তরুণ অগ্নিবীরদের নিয়োগের এই সুযোগকে স্বাগত জানাচ্ছে।’
‘অগ্নিবীর’দের নিয়োগের ঘোষণা আনন্দ মহিন্দ্রার
কেন্দ্রীয় সরকারের মনোনীত সদস্য হিসেবে অতি সম্প্রতিই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) বোর্ডে জায়গা পেয়েছেন আনন্দ। তার পরই ‘অগ্নিবীর’দের নিজের সংস্থায় চাকরি দেওয়ার কথা জানালেন তিনি। তবে মহিন্দ্রা গ্রুপে ‘অগ্নিবীর’দের কোন পদে নিয়োগ করা হবে, তা জানানো হয়নি। এক দিন আগে বিজেপি-র কার্যালয়ে ‘অগ্নিবীর’দের নিরাপত্তারক্ষী হিসেবে মোতায়েন করার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মহিন্দ্রা গ্রুপেও ‘অগ্নিবীর’দের জন্য তেমন বন্দোবস্ত করা হচ্ছে কিনা, প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকে। তবে এখনও কিছু খোলসা করেননি আনন্দ।
আরও পড়ুন: Agnipath Scheme Row: কোচিং সেন্টার থেকেই উস্কানি পড়ুয়াদের! ‘অগ্নিপথ’ বিক্ষোভ নিয়ে দাবি সেনার
সেনায় নিয়োগের স্বল্পমেয়াদি প্রকল্প ‘অগ্নিপথ’ ঘিরে গত কয়েক দিন ধরে অশান্তি চলছে আসছে দেশের একাধিক রাজ্যে। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আন্দোলন, বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। ট্রেনে আগুন ধরানো থেকে রাস্তা অবরোধ, ভাঙচুর, কিছুই বাদ যায়নি।
‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিক্ষোভ জারি
এমন পরিস্থিতিতে প্রকল্পে একাধিক রদবদল ঘটানো হয় কেন্দ্রের তরফে। বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে করা হয় ২৩ বছর। এ ছাড়াও অসম রাইফেলস-সহ একাধিক ক্ষেত্রে ‘অগ্নিবীর’দের জন্য সংরক্ষণের ব্যবস্থাও কার হয়। যদিও সেনা জানিয়েছে, বিক্ষোভের জেরে চাপের মুখে পড়ে নয়, আগে থেকেই ছাড় দেওয়ার কথা ভেবে রাখা হয়েছিল। তবে ছাড় দিলেও, প্রকল্প প্রত্যাহারের প্রশ্ন ওঠে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।