সৌরভ বন্দ্যোপাধ্যায়, সুনীত হালদার এবং অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের বিরুদ্ধে আজও রাজ্যের কিছু জায়গায় চলল বিক্ষোভ-প্রতিবাদ। প্রভাব পড়েছে রেল (Rail) পরিষেবায়। রবিবার পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল হয়েছে বেশকিছু দূর পাল্লার ট্রেন (Train)। সোমবারও ট্রেন বাতিলের পাশাপাশি, ছাড়া সময় বদল হয়েছে অনেক ট্রেনের। ‘অগ্নিপথ’ বিরোধিতায় বিক্ষোভ-আন্দোলনে এবার চরমে উঠল যাত্রী দুর্ভোগ। কালও বাতিল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন।
এক নজরে দেখে নিন কাল কী কী ট্রেন বাতিল হল-
13031 হাওড়া-জয়নগর এক্সপ্রেস
15233 কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস
13137 কলকাতা আজমগড় এক্সপ্রেস
বেশ কিছু দূরপাল্লার ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন হয়েছে-
12303 হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮টার পরিবর্তে দুপুর ২টো ৫-এ ছাড়বে।
12371 হাওড়া-বিকানের এক্সপ্রেস সকাল ৮টা ১৫-র বদলে ছাড়বে বিকেল ৫টায়।
12273 হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস সকাল ৮টা ৩৫ মিনিটের পরিবর্তে ছাড়বে দুপুর ৩টে ৫ মিনিটে।
13025 হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস, বেলা ১২টা ৩৫-এর পরিবর্তে দুপুর ২টো ৩৫ মিনিটে ছাড়বে।
12369 হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস ছাড়বে দুপুর ৩টে ১৫ মিনিটে। ছাড়ার কথা ছিল দুপুর ১টায়।
22317 শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস দুপুর ১টা ১০ মিনিটের পরিবর্তে ছাড়বে বিকেল চারটের সময়।
13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস বেলা পৌনে ১২টার বদলে দুপুর ৩টের সময় কলকাতা স্টেশন থেকে ছাড়বে।
আরও পড়ুন, '১০০ টাকা দিলে খবর হয়, কিন্তু ২০০ টাকা সঞ্চয়ের কথা বললে সমালোচনা হয়', অগ্নিপথ প্রসঙ্গে মোদি
সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের প্রকল্প ‘অগ্নিপথের’ প্রতিবাদে টানা তিন দিন ধরে অগ্নিগর্ভ বিভিন্ন রাজ্য। বাংলায় সে অর্থে হিংসাত্মক ঘটনা না ঘটলেও, রবিবার বিভিন্ন জায়গায় চলেছে প্রতিবাদ বিক্ষোভ।
হুগলির শ্রীরামপুর স্টেশনের কাছে, জিটি রোডের উপর লেভেল ক্রসিংয়ে অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। আধ ঘণ্টা ব্যাহত হয় রেল পরিষেবা।
বিভিন্ন রাজ্যে লাগাতার তিন দিন আন্দোলন-বিক্ষোভের জেরে, রবিবারও পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূর পাল্লার ট্রেন বাতিল ছিল। রুট সংক্ষিপ্ত করা হয়েছে অনেক ট্রেনের। সোমবার দিনের বেলায় বিহারেও কোনও ট্রেন চলবে না।