কলকাতা: আজই মুম্বই (Mumbai) যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সফরে তাঁর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) এবং  NCP প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক হওয়ার কথা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, উদ্ধব ঠাকরের শরীর ভাল না থাকায় তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee) বৈঠক নাও হতে পারে। তবে NCP নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে NCP প্রধান শরদ পওয়ারের (Sharad Pawar) আগামিকাল বৈঠক হবে। 


উল্লেখ্য গত সপ্তাহেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর, দ্বিতীয়বার দিল্লি সফর (Delhi) করেছেন মমতা। চারমাসের মধ্যে দ্বিতীয়বার নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোনি তৃণমূলনেত্রী (TMC) ।


গত পরশু অর্থাৎ সোমবার দিল্লি (Delhi) উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এ দিন বিএসএফের (BSF) এক্তিয়ার ইস্যুতে বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে রাজ্যের নানা দাবি দাওয়া নিয়েও। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্যের আগামী শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা। 


'রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকবেই, কিন্তু তার জন্য কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয়।’ দিল্লিতে (Delhi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা। এ দিন বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী (West Bengal CM Mamata Banerjee)। সেখানে তিনি কেন্দ্র-রাজ্য সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, ‘রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকবেই। কিন্তু তার জন্য কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয়। রাজনৈতিক সম্পর্ক ও উন্নয়ন-সম্পর্ক এক নয়।’ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কথায়, ‘উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত। রাজ্যের উন্নতি হলেই কেন্দ্রের উন্নতি হবে।’ 


আরও পড়ুন: TMC : "বিজেপিকে হারাতে মমতাই সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ", ওয়ার্কিং কমিটির বৈঠকে বার্তা তৃণমূলের