নয়া দিল্লি : অমরনাথ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। যাত্রীদের কথা মাথায় রেখে এবার বিজ্ঞপ্তি জারি করল জম্মু ও কাশ্মীর সরকার। অমরনাথ যাত্রীদের আধার কার্ড নম্বর জমা করতে হবে।
সরকারের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Aadhar Authentication for Good Governance (Social welfare, innovation, Knowledge) Rules 2020-র রুল ৫ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের অনুমোদন অনুযায়ী, যেসব পুণ্যার্থী অমরনাথ যাত্রায় যেতে চান তাঁদের কাছে আধার কার্ড থাকবে হবে বা আধারের প্রমাণ দিতে হবে। এই বিজ্ঞপ্তি জারির পর থেকেই নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলতে হবে।
দুই বছর পর এবার হচ্ছে অমরনাথ যাত্রা। আগামী ৩০ জুন থেকে শুরু হবে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। গত বৃহস্পতিবারই অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
আরও পড়ুন ; অমরনাথ যাত্রায় হামলার পরিকল্পনা, শ্রীনগরে খতম লস্কর ই তৈবার ২ জঙ্গি
সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে : নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। যাত্রার নিরাপত্তার জন্য আধিকারিকদের প্রযুক্তি ব্যবহার করতে হবে। সময়মতো আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। পরিবহন, থাকার ব্যবস্থা, স্বাস্থ্যকর দিক, বিদ্যুৎ, জল, স্বাস্থ্য, দোকান, খাবরের ব্যবস্থা করা হবে।
এদিকে অমরনাথ যাত্রার আগে আগেই ফের জঙ্গি-আশঙ্কা। খতম দুই জঙ্গি। শ্রীনগরের (Srinagar) বেমিনা এলাকায় লস্কর ই তৈবার (Lashkar-e-Taiba) দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী (Security Force)। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী। মঙ্গলবার একথা জানায় পুলিশ।
কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) তরফে জানানো হয়, এটা সেই গ্রুপ, যারা সোপোর এনকাউন্টারের সময় পালিয়েছিল। তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। এই এনকাউন্টারকে 'বিশাল সাফল্য' হিসেবে ব্যাখ্যা করেছে পুলিশ কর্তৃপক্ষ।
কাশ্মীর জোন পুলিশের তরফে অপর একটি ট্যুইটে জানানো হয়েছে, লস্কর ই তৈবার দুই পাকিস্তানি জঙ্গিকে পাঠিয়েছিল পাকিস্তানের হ্যান্ডলাররা। এর সঙ্গে ছিল স্থানীয় এক জঙ্গি। পহলগাম-অনন্তনাগের আদিল হুসেন। ২০১৮ সাল থেকে সে পাকিস্তানে ছিল। যাত্রায় হামলা চালানোর জন্য জঙ্গিদের পাঠানো হয়েছিল।