ইম্ফল : এই ছবি দেখে বিহ্বল সোশ্যাল মিডিয়া। এই ছবি দেখে আপ্লুত মণিপুরের মানুষ। ছোট্ট এই কন্যার বিশেষ কোনও পরিচয় নেই। এই মেয়েটি উত্তর-পূর্বের মণিপুর রাজ্যের তামেঙ্গলং গ্রামের বাসিন্দা। বয়স তার মাত্রই ১০। কিন্তু এই বয়সেই সে সৃষ্টি করেছে এমন এক দৃষ্টান্ত, যাতে মন গলে গিয়েছে নেটাগরিকদের। এমনকী তা দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্যের মন্ত্রীরও। 


ছোট্ট মেইনিংসিনলিউ পামেই ( Meiningsinliu Pamei ) এর পড়াশোনায় বড্ড ভালবাসা। তাই সে কোনও মতেই স্কুল কামাই করবে না। বাড়ির অবস্থা কিন্তু খুব সহায়ক নয়। আছে তার ছোট্ট বোন। একেবারেই দুদের শিশু। মা-বাবা কাজে বেরিয়ে গেলে তাকে দেখবে কে ! দিদিই। 






 


কিন্তু তাবলে লেখাপড়া ছাড়বে না ছোট্ট মেয়েটি। কাপড়ের ঝুলি শরীরে ঝুলিয়ে তাই সে এসেছে পড়াশোনা করতে। মন দিয়ে পড়া করছে সে। মা-বাবা পেশায় কৃষিকর্মী। তাই সকাল হতে না হতেই কাজে বেরিয়ে যান তাঁরা। আর তারপর থেকে ছোট সন্তানটির দায়িত্ব বড়টির উপরেই। তারই বা বয়স কত ? ১০ই তো পেরোয়নি। এত তার খেলাধুলোর বয়স। কিন্তু দায়িত্ব তাকে অনেক বড় করে দিয়েছে। আছে লেখাপড়ায় অদম্য জেদ। ছোট্ট মেইনিংসিনলিউ এর এই ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। 


এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নজর কেড়েছে মণিপুরের মন্ত্রী (Minister for Power, Forest,Environment and Climate Change) বিশ্বজিত সিং-এর। তিনি লিখেছেন, তিনি খোঁজ খবর নিচ্ছেন। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন ও তাঁকে ইম্ফলে নিয়ে আসার কথা বলেছেন। মেয়েটি যেন গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা করতে পারেন, সেইদিকে নজর রাখছেন তিনি ।