মুম্বই: সাতসকালে অগ্নিকাণ্ড বাণিজ্যনগরীতে (Mumbai News)। বহুতল আবাসনের ১৮ তলায় বিধ্বংসী আগুন (Massive Fire)। তাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭ জনের। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ১৫ জন।


মুম্বইয়ের তারদেও এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। সকাল ৭টা নাগাদ গাঁধী হাসপাতালের ২০ তলার ওই বহুতলের (Mumbai Highrise) ১৮ তলা থেকে আগুনের খবর ছড়িয়ে পড়ে। কিছু ক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।


মুম্বই শহরের মেয়র কিশোরী পেডনেকর সংবাদমাধ্যমে বলেন, ‘‘ছ’জন প্রবীণ নাগরিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অক্সিজেনের প্রয়োজন পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এলেও ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা আবাসন। সকলকে আবাসন থেকে বার করে আনা হয়েছে।’’



আরও পড়ুন: India Coronavirus Updates: দেশের দৈনিক আক্রান্ত সাড়ে ৩ লক্ষের কাছাকাছি, ১০ হাজার পার ওমিক্রন


এ দিন অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং দমকল বাহিনী (Fire Brigade)। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৩টি ইঞ্জিন। নিয়ে যাওয়া হয় ওয়াটার জেটি এবং আগুন নেভানোর অন্যান্য সরঞ্জাম। এই অগ্নিকাণ্ডকে তৃতীয় পর্যায়ে ফেলেছেন দমকলকর্মীরা, অর্থাৎ পরিস্থিতি গুরুতর।


পুলিশ জানিয়েছে, অসুস্থদের বহুতল সংলগ্ন ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেনারেল ওয়ার্ডেই রাখা হয়েছে সকলকে। তাঁদের অবস্থা মোটামুটি স্থিতিশীল। যদি এ দিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তিন জনকে আইসিউ-তে রাখতে হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে আসার পর দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে বেলা বাড়তে সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।