আলওয়ার (রাজস্থান) : বিধ্বংসী আগুনের গ্রাস। দাউদাউ করে জ্বলছে গোটা এলাকা। আগুনের লেলিহান শিখা কার্যত যেন গিলে ফেলছে সরিস্কা ব্যাঘ্রপ্রকল্পকে (Sariska Tiger Reserve)। বাঘ-পরিবেশ ও এলাকা বাঁচাতে কার্যত যুদ্ধের মেজাজে কাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা (indian Airforce)। ইতিমধ্যে একাধিক বায়ুসেনার কপ্টার থেকে জল ফেলে চলছে আগুন নেভানোর কাজ। ব্যবহার করা হচ্ছে বাম্পি বাকেট (Bambi Bucket operations)।


ঠিক কী হয়েছে সরিস্কা ব্যাঘ্রপ্রকল্পে


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'দিন আগে আগুন লেগেছে সরিস্কা ব্যাঘ্রপ্রকল্পে। কার্যত সবুজে ঘেরা গোটা এলাকা আপাতত লেলিহান শিখার কবলে। পরিবেশ নষ্ট হয়ে যাওয়ারই প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় চালানো হচ্ছে আগুন নেভানোর কাজ। রাজস্থানের আলওয়ার জেলার ডিএফও সুদর্শন শর্মা জানিয়েছেন, 'দুদিন আগে খোঁজ পাই ভয়ঙ্কর আগুন প্রসঙ্গে। আমরা স্থানীয়দের সাহায্য নিয়ে প্রাথমিক আগুন নেভানোর কাজে হাত লাগাই। কিন্তু প্রায় ৯ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে আগুন জ্বলছে, তাই এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। উপত্যকা যাতে আগুনের গ্রাসে না চলে যায়, সেই চেষ্টাই চালানো হচ্ছে।'


ঠিক কী উদ্ধারকার্য


সরিস্কা ব্যাঘ্রপ্রকল্পের বিশাল এলাকা জুড়ে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছে বায়ুসেনার দুটি এমআই সেভেনটিন ভিফাইভ (Mi 17 V5) হেলিকপ্টার। তাদের তরফে বাম্পি বাকেট অপারেশন চালানো হচ্ছে। যেটি আসলে বড় একটি প্লাস্টিকের মধ্যে জল ভরে নিয়ে গিয়ে আগুন জ্বলতে থাকা এলাকায় ফেলা হচ্ছে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে যে অপারেশনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।






ব্যাঘ্র প্রকল্পের পাশাপাশি উপত্যকা এলাকায় প্রান্তিক মানুষের বসবাস বলেই জানা যাচ্ছে।


আরও পড়ুন- সীমানা-চুক্তি অসম মেঘালয়ের, ৫০ বছরের সংঘাতের ইতি?