নয়া দিল্লি : গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry)। এই ঘটনার তদন্তে পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে তারা, এমনই বিবৃতি জারি করল বিলাসবহুল গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জের (Mercedes-Benz) ভারতীয় কর্তৃপক্ষ।
গত রবিবার বিকেলে মহারাষ্ট্রের পালঘরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে Mercedes GLC 220d 4MATIC। রাস্তায় একটি ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এর জেরে মৃত্যু হয় সাইরাস মিস্ত্রি ও তাঁর বন্ধু জাহাঙ্গির পান্ডোলের। গাড়িতে থাকা আরও দুই জন আনাহিতা পান্ডোলে ও তাঁর স্বামী দরিয়স পান্ডোলে গুরুতর আঘাত পেয়ে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন হয়। মধ্য মুম্বইয়ের ওরলিতে বৈদ্যুতিক চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।
আরও পড়ুন ; ৯ মিনিটে পার ২০ কিমি, সিটবেল্ট পরেননি সাইরাস, ছিটকে পড়ে মাথা-হৃদযন্ত্রে আঘাত
মার্সিডিজ বেঞ্জের তরফে বিবৃতি জারি-
এই ঘটনায় মার্সিডিজ বেঞ্জের তরফে বিবৃতি জারি করে বলা হয়, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে আমরা ক্রেতার প্রাইভেসিকে সম্মান জানাই। যেখানে যেখানে সম্ভব, আমাদের টিমের তরফে পুলিশ প্রশাসনকে সাহায্য করা হচ্ছে। প্রয়োজন মতো যে কোনও ব্যাখ্যা আমরা দেব।
জার্মান এই গাড়ি নির্মাতা সংস্থার তরফে আরও বলা হয়েছে যে, দায়িত্বশীল গাড়ি নির্মাণকারী সংস্থা হিসেবে রাস্তার নিরাপত্তা নিয়ে তাদের যে প্রচেষ্টা তা জারি থাকবে। গাড়িতে আরও আধুনিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বিবৃতিতে সংস্থার তরফে আরও বলা হয়, পথ দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রি ও জাহাঙ্গির পান্ডোলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা জানতে পেরেছি, আনাহিতা পান্ডোলে ও দরিয়স পান্ডোলের সেরে উঠছেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।
প্রসঙ্গত, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ২০১৭-র মার্সিডিজ এসইউভি। তাতে সাতটি এয়ারব্যাগ ছিল। কিন্তু পিছনের আসনে শুধুমাত্র দু’পাশেই এয়ারব্যাগ ছিল। সামনের দিকে ছিল না একটিও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সিটবেল্ট পরে না থাকায়, পিছনের আসন থেকে সামনের দিকে ছিটকে পড়েন সাইরাস। তাতেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করলেও, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি গাডি়র পিছনের আসনে বসলেও সিটবেল্ট পরা জরুরি বলে মন্তব্য করেন সোমবার। তিনি বলেন, ‘‘অনেকে ভাবেন, পিছনে বসলে সিটবেল্ট পরার দরকার নেই। ওই দুর্ঘটনা নিয়ে কোও মন্তব্য করতে চাই না। তবে সিটবেল্ট পরার দায় সামনের লোকজনের বলেই মনে করা হয়। কিন্তু গাড়ির সকলেরই সিটবেল্ট পরা উচিত।’’