নয়াদিল্লি: নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) 'ছিছোরে' ছবির তিন বছর পূর্তি (3 Years of Chhichhore)। প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতকে (Sushant Singh Rajput) স্মরণ করে ছবির অন্যতম অভিনেতা তাহির রাজ ভাসিন (Tahir Raj Bhasin) এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
তৃতীয় বর্ষে 'ছিছোরে'
এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটের একটি বিহাইন্ড দ্য সিন ছবি পোস্ট করেন অভিনেতা তাহির রাজ ভাসিন। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ডেরেক। পোস্টের ক্যাপশনে ছবির গোটা টিমকে ধন্যবাদ জানান, স্মরণ করেন সহ-অভিনেতা সুশান্তকে।
তিনি লেখেন, 'আজ ছিছোরের তিন বছর পূর্তি। ডেরেক হয়ে কলেজ ক্যাম্পাসের জীবন কাটানো এক উন্মাদনায় পূর্ণ সফর ছিল যা তার নিজস্ব উদ্দীপনা নিয়ে আসে। নীতেশ তিওয়ারির ছবির সেট থেকে রইল কিছু বিহাইন্ড দ্য সিন।'
তিনি আরও লেখেন, 'ছবির গোটা কাস্ট ক্রিউকে ধন্যবাদ যাঁরা এই ছবিটিকে বাস্তবায়িত করেছেন। স্মরণে এসএসআর, যাঁকে ছাড়া এই গল্প কখনওই বলা হত না।'
ছবির গল্প এক ঝলকে...
'ছিছোরে' ছবির গল্প এক দল কলেজ ছাত্রদের ঘিরে গড়ে উঠেছে। কয়েকজন বন্ধু যাঁদের নিজেদের জীবনের ওঠাপড়ার গল্প বলে এই ছবি। দর্শক ও সমালোচকদের থেকে প্রবল প্রশংসিত হয় এই ছবি।
'ছিছোরে' সুশান্ত সিংহ রাজপুতের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ছিল। ২০২০ সালের ১৪ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সুশান্ত। তাঁর বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: Suriya: ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ, অনুরাগীদের ধন্যবাদ জানালেন 'জয় ভীম' তারকা সূর্য
অন্যদিকে তাহির রাজ ভাসিনের একের পর এক ছবি মুক্তি পাচ্ছে। '৮৩', 'রঞ্জিস হি সহি', 'ইয়ে কালি কালি আঁখে', 'লুপ লপেটা' প্রভৃতি তাঁর সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি ও সিরিজ।