বার্মের (রাজস্থান) : ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) যুদ্ধবিমান (Fighter Aircraft)। রাজস্থানের বার্মের জেলায় ভেঙে পড়ে মিগ-২১। বিমানে থাকা দুই চালকেরই মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনই জানিয়েছেন বার্মেরের জেলাশাসক লোক বান্দু। বার্মেরের বায়তোর ভিমদা গ্রামের কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে বলে জানান তিনি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে ভেঙে পড়ার পর বিমানে আগুন লেগে যায়। সেই ছবি সামনে এসেছে।


খবর পেয়ে এবিষয়ে জানতে আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীকে ফোন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আইএএফ প্রধান মন্ত্রীকে ঘটনার কথা বিস্তারিত জানান।


আরও পড়ুন ; জয়সলমীরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ বিমান, মৃত পাইলট


পরে আইএএফের তরফে ট্যুইট করে জানানো হয়, "আজ সন্ধ্যায় রাজস্থানের উতরলাই বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ান শুরু করে দুই আসন বিশিষ্ট মিগ-২১ যুদ্ধবিমান। রাতে ৯টা ১০ মিনিট নাগাদ বার্মের জেলায় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। দুই চালকই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। " এই ঘটনায় শোকপ্রকাশ করে আইএএফের তরফে জানানো হয়েছে, তারা শোকাহত পরিবারের পাশে রয়েছে। এদিকে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।



গত বছর ডিসেম্বর মাসে রাজস্থানের জয়সলমীরের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনার পর যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছিল। এরপরই জানা যায়, উইং কমান্ডার হর্ষিত সিনহা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। 


সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্টে বলা হয় যে, মিগ-২১ বিধ্বস্ত হয়েছে স্যাম থানার অধীনস্থ ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায়। জয়সালমীরের এসপি অজয় সিং এই খবর পিটিআইকে জানান। ভারতীয় বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়, "সন্ধ্যে ৮.৩০ মিনিটে IAF এর একটি MiG-21 বিমান একটি প্রশিক্ষণের সময় পশ্চিম সেক্টরে দুর্ঘটনার সন্মুখীন হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"


উল্লেখ্য, তার কিছুদিন আগে তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার হেলিপক্টার ভেঙে পড়ায় প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার লখউইন্দর সিংহ লিড্ডর ও আরও ১১ জনের মৃত্যু হয়েছিল। কোয়েম্বাত্তোরের সুলুর এয়ার বেস থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল বায়ুসেনার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়।