কেরল: করোনা আবহেই চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস (MonkeyPox Virus)। বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই থাবা বসিয়ে এই সংক্রামক ভাইরাস। এবার মাঙ্কিপক্স আতঙ্ক কেরলে (Kerala)। এক ব্যক্তির মধ্যে মাঙ্কিপক্সের উপসর্গ মিলেছে। সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ বৃহস্পতিবার জানান, সম্প্রতি ওই ব্যক্তি বিদেশ থেকে কেরলে ফেরেন। তাঁর মধ্যে মাঙ্কিপক্সের বেশ কিছু উপসর্গ মেলায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না তা নিশ্চিত করার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ন্যাশানাল ইনস্টিটিউট ফর ভাইরোলজি (NIV)-তে। সেই রিপোর্ট আসার পরেই স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানান ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত।
রাজ্যগুলিকে কেন্দ্রের সতর্কবার্তা
বিশ্বজুড়ে বাড়ছে মাঙ্কি পক্সের প্রকোপ, ইউরোপ, আমেরিকায় দ্রুত ছড়াচ্ছে মাঙ্কি পক্স। এর মাঝেই মাঙ্কি পক্স নিয়ে কেন্দ্রশাসিত ও রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের। যাতে বলা হয়েছে, বিমানবন্দরে নজরদারি চালিয়ে যেতে হবে। সন্দেহভাজনদের আইসোলেশনে রাখার নির্দেশ। পাশাপাশি উল্লেখ, ‘মাঙ্কি পক্স আক্রান্তরা সুস্থ না হওয়া পর্যন্ত যেন ছাড়া না হয়, বিভিন্ন হাসপাতালে প্রস্তুত রাখা হোক চিকিৎসা পরিকাঠামো’।
এমনিতেই মাঙ্কি পক্স (Monkey Pox) নিয়ে বিশ্বের একাধিক দেশে চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে সেদিকে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। এমনটা জানান হয়েছে। এখনও পর্যন্ত এই রোগকে অতিমারি (Pandemic) ঘোষণার প্রয়োজন আসেনি বলেই জানান হয়েছে।
কিছুদিন আগে একটি বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জরুরি কমিটির তরফে বলা হয়েছিল, এই মাঙ্কি ভাইরাসের এমনভাবে ছড়িয়ে পড়া বেশ অস্বাভাবিক ঘটনা। দক্ষিণ আফ্রিকায় মূলত এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তবে সে দেশে বহুদিন ধরেই এই রোগ নিয়ে গাফিলতি করা হয়েছে। হয়নি সবরকম যথাযথ চিকিৎসাও। সেই বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও বলে, "আমাদের কমিটির অনেকের অবশ্য অন্য মত ছিল। তবে সকলের মত নিয়েই জানান হচ্ছে এখন যে ধরনের সংক্রমণ চলছে তা নিয়ে জরুরি অবস্থা জারির সময় আসেনি।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয় যে মাঙ্কি পক্স নিয়ে কয়েক সপ্তাহ ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা চলছে। স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের একাধিক দেশ ও আমেরিকায় মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে আগাম সাবধান হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই একাধিক দেশকে সতর্ক করেছে তাঁরা। মনে করা হচ্ছে, সঠিক সচেতনতা না থাকলে করোনার মতো অতিমারীও হয়ে উঠতে পারে।
আরও পড়ুন- এই উপসর্গগুলি পাত্তা দেননি? হয়ত আপনিও করোনা আক্রান্ত