Coronavirus: এই উপসর্গগুলি পাত্তা দেননি? হয়ত আপনিও করোনা আক্রান্ত
প্রথম, দ্বিতীয়, তৃতীয়- থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। সব সময় যে জ্বর হচ্ছেই এমনটা নয়। আর কী কী উপসর্গ আসতে পারে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিনগত গঠনে ক্রমাগত বদল এনে, নতুন নতুন রূপে ফিরে আসছে মারণ ভাইরাস। নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ। চিকিত্সকরা বলছেন, দেশে করোনার চতুর্থ ঢেউ এসে গেছে।
এবার অনেকেরই জ্বর আসছে না । উপসর্গগুলো অনেক সময়ই সাধারণ জ্বরের মতো। যেমন হালকা কাশি, নাকি কাঁচা জল !
তাই অনেক ক্ষেত্রেই মানুষ বুঝতে পারছেন না, তিনি করোনা আক্রান্ত। না জেনেই মিশে যাচ্ছেন সবার সঙ্গে। ফলে আক্রান্ত হচ্ছে শিশুরাও।
মাথা ব্যথা, গা-হাতে ব্যথা হচ্ছে ? অসহ্য মাথা যন্ত্রণা ? জ্বর নেই ? আপনি হয়ত করোনা আক্রান্ত।
করোনা আক্রান্ত হলে এবার গাঁটে গাঁটে ব্যথা প্রবল হচ্ছে।
যাঁরা বেশিমাত্রায় অসুস্থ হচ্ছেন, তাঁদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট। তবু বেশির ভাগ ক্ষেত্রে এবার শ্বাসকষ্ট বা গন্ধ চলে যাওয়ার মতো উপসর্গ থাকছে না।
যাঁরা বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের বমি হচ্ছে প্রবল। ভুল বকছেন অনেকে। যদিও এবার কোমর্বিড ব্যক্তিরাই ক্রিটিক্যাল কেয়ারে যাচ্ছেন বেশি।
শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ সর্দি জ্বর নিয়ে আসাদেরও করোনা রিপোর্ট পজিটিভ। তাই টানা জ্বর থাকলে বাচ্চাদেরও করোনা পরীক্ষা করাতে হবে।
তবে জ্বর না থাকলেও পেট ব্যথা , বমি, মুখের ভেতর-গলা শুকিয়ে যাওয়া, নোতিয়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে করোনার লক্ষণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -