ভোপাল: ইচ্ছা থাকলে কী না সম্ভব ৷ মধ্যপ্রদেশের ভোপালের এক অটো চালক এই কোভিড আবহে নিজের অটোকেই বানিয়ে ফেলেছেন অ্যাম্বুলেন্স ৷ আর তাতে করোনা রোগীদের পৌঁছে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে ৷ বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্রের খবরে কোভিড আবহে মানুষের অসহায় অবস্থা দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই অটো চালক ৷ নিজের অটোকেই রাতারাতি অ্যাম্বুলেন্সে পরিণত করেছেন ৷ আর তাতে করে বিনা পয়সায় রোগীদের পৌঁছে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে ৷



ভোপালের ওই অটো চালকের নাম জাভেদ খান ৷ সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, এই কাজ করার জন্য নিজের স্ত্রীর গয়না বেঁচে দিয়েছেন তিনি ৷ অটোর মধ্যেই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছেন ৷ অক্সিজেন কেনার জন্য রিফিল সেন্টারগুলিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েই তা কিনছেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় নিজের নম্বর শেয়ার করে দিয়েছেন ৷ যে কোনও মানুষ সমস্যায় পড়লেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন জাভেদ ৷ গত ১৫-২০ দিন ধরেই এই কাজ করছেন তিনি ৷ এখনও পর্যন্ত মোট ৯ জন সঙ্কটজনক রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন জাভেদ ৷ 



এদিকে দেশজুড়ে চলছে কোভিড ঝড় ৷ প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা ৷ একদিনে ফের রেকর্ড সংক্রমণ দেশে ৷ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন ৷