লখনৌ: চলে গেলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সুপ্রিমো মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) স্ত্রী সাধনা গুপ্তা (Sadhana Gupta)। গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সূত্রের খবর, ফুসফুসে অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। গত চার দিন ধরে আইসিইউ-তে রাখা হয় তাঁকে। হাসপাতালের রিপোর্ট বলছে, ওষুধ ও যাবতীয় চিকিৎসা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।  


মুলায়ম ও সাধনা...


    সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের থেকে বয়সে প্রায় ২০ বছরের ছোট ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী সাধনা। অবশ্য ২০০৩ সালের আগে তাঁর কথা খুব বেশি শোনা যায়নি। অখিলেশ যাদবের মা তথা মুলায়মের প্রথম স্ত্রী মালতী যাদবের মৃত্যু হয় ওই বছর। ঘটনাচক্রে সেই বছরই সাধনাকে বিয়ে করেন সপা প্রধান। প্রতীক যাদব মুলায়ম-সাধনার ছেলে। প্রতীকের স্ত্রী অপর্ণা যাদব আবার বিজেপি নেত্রী।  উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। রাজনৈতিক মহলে খবর, এই নিয়ে ভাশুর অখিলেশের সঙ্গে রীতিমতো টানাপড়েন চলেছিল অপর্ণার। কিন্তু শেষমেশ সব বাধা অগ্রাহ্য করে বিজেপিতে চলে যান সাধনার পুত্রবধূ। যাদব পরিবারের এই নতুন সমীকরণের ফয়দা তোলে পদ্মশিবির। শোকের সময় অবশ্য সে সব মনে রাখতে চাননি কেউই। শাশুড়ি মায়ের মৃত্যুসংবাদ টুইটারে জানিয়েছেন অপর্ণা। তবে অখিলেশ-পত্নী ডিম্পল যাদবের সোশ্যাল মিডিয়ায় এখনও কোনও পোস্ট নেই।  


শোকপ্রকাশ বিজেপির


এদিন সাধনার মৃত্য়ুতে টুইটারে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যও। লেখেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা গুপ্তার প্রয়াণের খবর পেলাম। ঈশ্বর যেন মুলায়ম ও তাঁর পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দেন।' এমনিতেই প্রবীণ সপা প্রধানের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তার উপর ফের স্ত্রী বিয়োগ। রাজনৈতিক মতভেদ ভুলে আপাতত উত্তরপ্রদেশের 'নেতাজি'-র পাশে থাকার বার্তা দিচ্ছেন বাসিন্দাদের অনেকে।


আরও পড়ুন:দোষীদের ফাঁসি হোক : ক্যানিংকাণ্ডে নিহতদের পরিবারের কাছে কাকুলি-সওকতরা