মুম্বই : ‘পদ্ম’ পুরস্কার প্রাপ্তির পর দিনই সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) বিরুদ্ধে মামলা দায়ের। গুগলের সিইও-র বিরুদ্ধে মামলা করল মুম্বই পুলিশ (Mumbai Police)। কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরিচালক সুনীল দর্শনের অভিযোগের ভিত্তিতে পিচাই-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চিত্র পরিচালক সুনীল দর্শন তাঁর অভিযোগে জানান যে, গুগল অননুমোদিত ব্যক্তিদের ইউটিউবে তাঁর ছবি 'এক হাসিনা থি এক দিওয়ানা থা' আপলোড করার অনুমতি দিয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা।
আরও পড়ুন ; রোজের আয় প্রায় ৬ কোটি, সুন্দর পিচাইয়ের জন্মদিনে জানুন এমনই কিছু বিস্ময়কর তথ্য
প্রসঙ্গত, তামিলনাড়ুর মাদুরাইতে জন্ম সুন্দর পিচাইয়ের। পড়াশুনা খড়গপুরের আইআইটি-তে। পরে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি। অ্যান্ড্রয়েডেও কাজ করেছেন সুন্দর পিচাই। পরে ২০১৫ সালে গুগলের সিইও হন এই অনাবাসী ভারতীয়। ২০০৪ সালে সুন্দর পিচাই গুগলে যোগ দেন। গুগল টুলবার ও ক্রোমে তাঁর ভাবনা জগদ্বিখ্যাত হয়।
ইউটিউবে ডিয়ার ক্লাস অব টোয়েন্টি টোয়েন্টি-তে তিনি জানিয়েছিলেন, প্রথমবার আমেরিকা যাওয়ার বিমানের টিকিটের জন্য এক বছরের বেতন খরচ করেছিলেন তাঁর বাবা। জীবনের এই সাফল্যের জন্য তিনি সৌভাগ্যের থেকেও বেশি প্রাধান্য দেন তাঁর প্রযুক্তির প্রতি টান ও ভালবাসাকে।
এহেন সুন্দর পচাইকে পদ্মভূষণে সম্মানিত করা হবে বলে গতকাল কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।