মুম্বই: দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ এই অবস্থায় রেমডেসিভিরের চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে ৷ কিন্তু চাহিদার তুলনায় জোগান কোথায় ? হন্য হয়ে ওষুধের দোকান বা বিভিন্ন হাসপাতালে ঘুরলেও মিলছে না রেমডিসিভির ৷ কোথাও পাওয়া গেলেও তা বাজারের দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ৷ মুম্বইয়ের গোরেগাঁওয়ে মোতিলাল নগরে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সম্প্রতি তল্লাশি অভিযান চালিয়ে ২৬ ভায়াল রেমডেসিভির উদ্ধার করেছে ৷ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রেমডেসিভিরের ভায়ালগুলি ২০-২৫ হাজার টাকা দামে বিক্রি হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ওষুধের এখন বিভিন্ন জায়গায় কালোবাজারির অভিযোগ উঠেছে ৷ খবর পেয়েই অভিযানে নামে মুম্বই পুলিশ ৷ শেষপর্যন্ত মোতিলাল নগরের একটি হোটেল থেকে উদ্ধার হয় রেমডেসিভিরের ২৬টি ভায়াল ৷






ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একদিনের সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল ভারতে ৷ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩,২৩,১৪৪ জন ৷ মৃত্যু হয়েছে ২৭৭১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৫১,৮২৭ জন ৷


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,৮২,২০৪ জন ৷ কোভিডের ভ্যাকসিন নিয়েছেন ১৪,৫২,৭১, ১৮৬ জন ৷ মোট মৃত্যুর সংখ্যা ১,৯৭,৮৯৪ ৷


তবে দৈনিক সংক্রমণের সংখ্যা গত চার দিনের তুলনায় কিছুটা কমেছে ৷ তাতেও অবশ্য স্বস্তি ফিরছে না ৷ কারণ প্রতিদিনই তিন লক্ষের বেশি মানুষ ভারতে করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যা যথেষ্ট চিন্তার বিষয় ৷ দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪ জন। এই সংখ্যক সক্রিয় রোগীর জেরে হাসপাতালগুলিতে এখন কোনও বেডই প্রায় পাওয়া যাচ্ছে না। হন্যে হয়ে ঘুরেও বেড পাচ্ছেন না অনেকে।