রতলাম, মধ্যপ্রদেশ: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর ৷ এই অবস্থায় বিয়ের অনুষ্ঠান বা অন্য যে কোনও অনুষ্ঠানই কিছুটা সময়ের জন্য পিছিয়ে দেওয়াই বুদ্ধিমানের সিদ্ধান্ত ৷ তবে সে ব্যাপারে এখনও কোনও হেলদোল নেই অনেকেরই ৷ বিয়ের অনুষ্ঠান আয়োজন এবং সেখানে লোকসমাগম সবই হচ্ছে ৷ মধ্যপ্রদেশের রতলামে সম্প্রতি একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে ৷ কারণ সেখানে দেখা গিয়েছে পিপিই কিট পরে বিয়ে করছেন বর এবং কনে ! এর পিছনে কারণ একটাই, বরের কোভিড রিপোর্ট পজিটিভ ৷ তবে তার জন্য বিয়ে বাতিল করেননি কনে বা পাত্রপক্ষ কেউই ৷ বরং পিপিই কিট পরেই বিয়েটা সেরে ফেলেন তাঁরা ৷ আর বর যেখানে করোনায় আক্রান্ত, সেখানে পুরোহিত থেকে শুরু করে অন্যান্য আত্মীয়-স্বজন প্রত্যেকেরই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ছিল ৷ গোটা বিয়ে বাড়িতে তাই আমন্ত্রিত প্রতেককেই পিপিই কিট পরে থাকতে দেখা যায় ৷



সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রতলামের তেহসিলদার নবীন গর্গ বলেন, ‘‘গত ১৯ এপ্রিল পাত্রের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে ৷ আমরা এখানে বিয়ের অনুষ্ঠান বন্ধ করতেই এসেছিলাম ৷ কিন্তু পরে সকলের অনুরোধে এবং সিনিয়র কর্মীদের সাহায্যে বিয়ের অনুষ্ঠান শেষপর্যন্ত সম্পন্ন হয় ৷ প্রত্যেকে পিপিই পরে থাকায় সংক্রমণ ছড়ানোরও সম্ভাবনা ছিল না ৷’’


তবে প্রশ্ন উঠেছে, কোভিড আবহে বিয়ের অনুষ্ঠান আয়োজনের এখন খুব কি প্রয়োজন ? আর আয়োজন করলেও সেখানে লোকসমাগম যতটা সম্ভব কম করাই উচিৎ ৷ বিভিন্ন রাজ্যেই বিয়েবাড়ির মতো অনুষ্ঠান বাড়িগুলিতে আমন্ত্রিতের সংখ্যা ৫০ জনে বেঁধে দেওয়া হয়েছে ৷ তাতেও অনেক জায়গাতেই সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ ৷