উত্তরপ্রদেশ: শাহজাহানপুরে আদালতে খুন আইনজীবী। পুরনো শত্রুতার জেরে খুনের অভিযোগে আরেক আইনজীবী গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় ৪ পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন আইনজীবী। চারদিকে চাপ চাপ রক্ত। পাশেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র। দিল্লির পর এবার উত্তরপ্রদেশ। ফের ভরা আদালতে চলল গুলি। খুন হলেন এক আইনজীবী।
ঘটনাস্থল শাহজাহানপুর। নিহত আইনজীবীর নাম ভূপেন্দ্র প্রতাপ সিংহ। তিনি উত্তরপ্রদেশের জালালাবাদের বাসিন্দা। খুনের অভিযোগে আরেক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। আইনজীবী খুনের ঘটনায় আদালত চত্ত্বরে উত্তেজনা ছড়ায়। কর্মবিরতি শুরু করেন অন্য আইনজীবীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তদন্তে ঘটনাস্থলে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। দুপুরে আদালতের মধ্যে দুঃসাহসিক খুনের ঘটনায়, যোগী প্রশাসনের কড়া সমালোচনা করে, উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ট্যুইটারে লিখেছেন, আইন ও বিচারব্যবস্থা আমাদের গণতন্ত্রের স্তম্ভ। দিনের বেলায় শাহজাহানপুরের আদালতে আইনজীবীর নির্মম হত্যাকাণ্ড এটাই মনে করিয়ে দিচ্ছে, যে আজকের উত্তরপ্রদেশে কেউ নিরাপদ নয়, মহিলা থেকে কৃষক আর এখন আইনজীবীও নিরাপদ নন।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ট্যুইট করে বলেছেন, শাহজাহানপুরে ভরা আদালতে, আইনজীবীকে খুনের ঘটনা ‘এনকাউন্টার সরকারের’ মিথ্যে প্রচারকে সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছে। বিজেপি সরকারের আমলে, অপরাধের নিরিখে উত্তরপ্রদেশ এক নম্বরে চলে এসেছে।
খুনে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত ব্যক্তি। পুলিশের দাবি, ধৃত সুরেশ গুপ্তার বিরুদ্ধে প্রায় দু’ডজন মামলা করেন নিহত আইনজীবী ভূপেন্দ্র সিংহ। তার জেরেই এই খুন।
আদালতে আইনজীবী খুনের ঘটনায়, এক ইনস্পেক্টার-সহ চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
সম্প্রতি, আদালতের মধ্যে গ্যাংওয়ারের সাক্ষী থেকেছে খোদ রাজধানী। সেখানে খুন হয় এক গ্যাংস্টার ও দুই আততায়ী! এবার উত্তরপ্রদেশে আদালতের ভিতরে খুন হলেন আইনজীবী।