নয়াদিল্লি: একরাতের মধ্যে ট্যুইটারে ফলোয়ার সংখ্যা বারোশো ছাড়িয়ে গিয়েছিল 'তাঁর।' অল্ট নিউজের (alt news) অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরের (md.zubair) একটি চার বছর পুরনো ট্যুইট (tweet) ফের সামনে এনে সতর্ক করেছিলেন 'তিনিই।'কিন্তু কে তিনি? জোরকদমে খোঁজ শুরু করেছে দিল্লি পুলিশ। কারণ এই মুহূর্তে ট্যুইটারের  জগৎ থেকে স্রেফ হাপিস (delete) হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি।  


কোথায় গেল 'সেই' অ্যাকাউন্ট?


স্বাভাবিক ভাবেই রহস্য দানা বেঁধেছে। 'হনুমানভক্ত@বালাজিকিজয়ইন' নামের আড়ালে কোন মেঘনাদ ছিলেন, সেটা খুঁজতে শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, কেন ওই ব্যক্তি অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন সেটা জানতে তোড়জোড় শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, আলোচনার কেন্দ্রে আসা এড়াতেই এই পদক্ষেপ করেছেন তিনি। 


কেন গ্রেফতারি?


২০১৮ সালে মহম্মদ জুবেইরের করা একটি ট্যুইট তুলে ধরেছিলেন এই অ্যাকাউন্টের মালিক। অভিযোগ করেছিলেন, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হেনেছেন ওই সাংবাদিক। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করা হয় অ্যাকাউন্টটিতে। তার পরই অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিককে গ্রেফতার করা হয় যা নিয়ে এর মধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে নানা মহলে। সোমবার গ্রেফতার করা হয় জুবেইরকে। পর দিন অর্থাৎ মঙ্গলবার ওই সাংবাদিককে হেফাজতে নিয়ে জেরা করার মেয়াদ আরও চার দিন বাড়িয়ে দেয় দিল্লির এক আদালত।   


তবে এর মধ্যেই জুবেইরের গ্রেফতারির প্রতিবাদে সুর চড়িয়েছে একের পর এক রাজনৈতিক দল। আগেই ট্যুইটারে প্রতিবাদ করেছিলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। সরব হন ডেরেক ও ব্রায়েন। জানান, বিজেপির ভুয়ো খবরগুলো দিনের পর দিন ফাঁস করেছেন মহম্মদ জুবেইর। এমন সাংবাদিকের গ্রেফতারির প্রতিবাদে নিন্দায় সরব হন ডেরেক। সাংবাদিকের মুক্তি চেয়ে বিবৃতি দেয় এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া। সাংবাদিকের গ্রেফতারির বিরুদ্ধে সরব প্রেস ক্লাব অফ ইন্ডিয়াও। 


আরও পড়ুন: রাত পোহালেই আস্থাভোট, তার আগে পদত্যাগ ঘোষণা উদ্ধবের