শ্রীনগর: মাত্র কয়েক ঘণ্টা আগে লাগোয়া এলাকা দিয়ে পার হয়েছেন অমরনাথ-দর্শনে (amarnath pilgrims )আসা প্রথম দফার যাত্রীরা। অল্প পরেই খবর, দক্ষিণ কাশ্মীরের কুলগাম (kulgam) জেলার মির বাজারের ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে (encounter) এক সন্দেহভাজন জঙ্গি(terrorist) মারা গিয়েছে। 


কী হয়েছে...


কুলগামের মির বাজার এলাকায় সন্দেহভাজন জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। তার পরই নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ টিম তল্লাশি অভিযান শুরু করে। এলাকা ঘিরে ফেলা হয়েছে দেখে পাল্টা গুলি চালায় জঙ্গিরা। যৌথ টিম জবাব দিলে শুরু হয় সংঘর্ষ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনও সংঘর্ষ থামেনি। ঠিক কত জন জঙ্গি এই মুহূর্তে সেখানে রয়েছে সেটাও স্পষ্ট নয়। 
প্রায় বছরদুয়েক বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে অমরনাথ-যাত্রা। সেই উপলক্ষ্যে প্রথম দফার ৪ হাজার আটশো নব্বই জন তীর্থযাত্রী 
এদিন সকালেই জম্মু থেকে রওনা দেয়। তাঁদের জন্য জম্মু শহরের ভাগবতী নগর বেসক্যাম্প থেকে পহেলগাম এবং কাশ্মীরের বালতাল বেস ক্যাম্প পর্যন্ত  কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। জম্মুর এসএসপি চন্দন কোহলি জানিয়েছেন, যাত্রী-সুরক্ষার সবরকম ব্যবস্থা করা হয়েছে। সিআরপিফ, সেনা ও পুলিশ মিলে নিরাপত্তার দিকটি দেখেছে। কিন্তু তার পরও জম্মুর এসএসপি-র বক্তব্য, 'সুরক্ষাব্যবস্থা একটা বড়় চ্যালেঞ্জ।'


আঁটোসাঁটো নিরাপত্তা


অতীতে অমরনাথ যাত্রীদের উপর হামলার অভিজ্ঞতা থেকে সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। ২০১৭ সালের ১০ জুলাই অনন্তনাগে অমরনাথ-দর্শনে আসা তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ৭ পুণ্যার্থী মারা যান,আহত হন ১৭ জন। এরকম নজির কম নয়। তার পর আবার এদিনের ঘটনা। 
যাত্রা শুরুর আগেই চিন্তা, আগামী ৪৩ দিন সব ঠিকঠাক হবে তো?


আরও পড়ুন:শিবাজিপুত্রের নামে নামকরণ অওরঙ্গাবাদের, মারাঠা আবেগ উস্কে সঙ্কট সামাল দেওয়ার চেষ্টা উদ্ধবের!