মুম্বই: বিশ্বের দরবারে ফের ভারতীয় সিনেদুনিয়ার নাম উজ্জ্বল করলেন বলিউড অভিনেত্রী কাজল দেবগণ (Kajol Devgn) ও তামিল অভিনেতা সূরিয়া (Suriya)। 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস' (The Academy of Motion Picture Arts and Sciences) প্রত্যেক বছর অস্কার অনুষ্ঠানের দায়িত্বে থাকেন। এবছরের 'অ্যাকাডেমি ক্লাস'-এর (Academy Class) সদস্য হিসেবে তারা ডেকে পাঠিয়েছে কাজল ও সূরিয়াকে।
বিশ্বের দরবারে কাজল-সূরিয়া
'দ্য অ্যাকাডেমি'র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে পোস্ট করে লেখা হয়েছে, 'আমাদের নতুন সদস্যদের নাম ঘোষণার সময় হয়েছে! আলাপ করুন ২০২২-এর ক্লাসের সঙ্গে'।
সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকা শেয়ার করা হয়েছে 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর তরফে। তার মধ্যে ৩৯৭টি আমন্ত্রণ পাঠানো হয়েছে 'বিশিষ্ট শিল্পী এবং নির্বাহী'দের উদ্দেশে।
বিবৃতিতে লেখা হয়, 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৩৯৭জন বিশিষ্ট শিল্পী ও নির্বাহীদের কাছে আমন্ত্রণ জানাচ্ছে ২০২২ সালের অর্গানাইজেশনে যোগ দিতে। পেশাগত যোগ্যতার ওপর ভিত্তি করে সদস্য বাছাই হবে। এই বছরের আমন্ত্রিতদের মধ্যে থাকছেন ৭১ অস্কার মনোনীত, যাদের মধ্যে ১৫ বিজয়ী রয়েছেন।'
ভারত থেকে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন 'মাই নেম ইজ খান', 'কভি খুশি কভি গম', 'কুছ কুছ হোতা হ্যায়'র মতো ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য বিখ্যাত অ্যাকাডেমি ক্লাসের সদস্য হওয়ার জন্য সম্মানিত হয়েছেন। বলিউডে নব্বইয়ের দশকে দাপিয়ে কাজ করেছেন কাজল। প্রসঙ্গত, বলিউডের তিন খানের বিপরীতেই কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অন্যদিকে, তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা সূরিয়া। 'জয় ভীম', 'কাপ্পান', 'রক্ত চরিত্র ২' ছবিতে অভিনয় করেছেন তিনি।
কাজল ও সূরিয়া ছাড়াও অ্যাকাডেমির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে জেমি ডরন্যান, বিলি আইলিশ প্রমুখকে। এছাড়া স্ক্রিপ্টিং ডিপার্টমেন্টে 'গালি বয়' ও 'দিল ধড়কনে দো' স্রষ্টা রিমা কাগতিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: Jug Jugg Jeeyo: 'যুগ যুগ জিও' ছবির সাফল্যে সামিল 'আমূল'