নয়াদিল্লি: চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন গুজরাতে (Gujarat Assembly Election)। তার আগে বিজেপি-র (BJP) হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তাতে ফের নাম না করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru) নিশানা করলেন তিনি। কাশ্মীর সমস্যার (Jammu and Kashmir) জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রীকেই কার্যত দায়ী করলেন মোদি। মোদির কথায়, ‘‘সর্দার বল্লভভাই পটেল (Sardar Patel) সব রাজতন্ত্রগুলিকে দেশের অন্তর্ভুক্ত করে দেখিয়েছিলেন, অথচ একজন শুধুমাত্র কাশ্মীর সমস্যারই সমাধান করে উঠতে পারেননি।"


পটেলের প্রশংসা মোদির, নাম না করে আক্রমণ নেহরুকে


সোমবার গুজরাতের আনন্দ জেলার বল্লভ বিদ্যানগরে বিরাট জনসভা করেন মোদি। সেখানেই নেহরুকে আক্রমণ করেন তিনি। নেহরু এবং সর্দার পটেলের তুলনা করে বলেন, ‘‘সব রাজতন্ত্রগুলিকে ভারতে যোগ দেওয়ানোয় সফল হয়েছিলেন সর্দার সাহেব। কিন্তু আর এক জনের হাতে শুধু কাশ্মীর সমস্যা ছিল, তারই সমাধান করে উঠতেতে পারেননি।’’ 


পটেলকে অনুসরণ করে তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে সফল হয়েছেন বলেও দাবি করেন মোদি। তাঁর বক্তব্য়, ‘‘সর্দার সাহেবের দেখানো পথ অনুসরণ করে এগোচ্ছি আমি। সর্দারের ভূমির মূল্যবোধ রয়েছে আমার মধ্যে। সেই কারণেই কাশ্মীর সমস্যার সমাধান করতে পেরেছি আমি। সর্দার পটেলকে সম্মান জানাতে পেরেছি।’’


আরও পড়ুন: Rupee at Record Low: রুপিতে রেকর্ড পতন, ডলার প্রতি ৮২.৬৮ হল টাকা, কী প্রভাব পড়বে দেশে ?


পটেলের নামে সর্দার সরোবর বাঁধ তৈরিতে ‘শহুরে নকশাল’রা বাধা দিচ্ছিলেন বলেও দাবি করেন মোদি। মাওবাদী সহমর্মী এবং সমাজ কর্মীদের একাংশকে বরাবর ‘শহুরে নকশাল’ বলেই দাগিয়ে এসেছে মোদি সরকার। গুজরাত নির্বাচনেও সেই শব্দবন্ধই উঠে এল মোদির মুখে। 


নির্বাচনী প্রচারে কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন মোদি। বাঁধ তৈরি করলেও, জল বহনের উপযুক্ত খাল পরিকল্পনা কংগ্রেস আমলে ছিল না বলে দাবি করেন তিনি। কংগ্রেসের ফেলে রাখা কাজ তিনি সম্পূর্ণ করেছেন বলে দাবি করেন। মোদির কথায়, ‘‘দর্শনের জন্য কি শুধু বাঁধ নির্মাণ করেছিল ওরা? এখন সর্বত্র জল পৌঁছচ্ছে। কৃষিপণ্যের উৎপাদন ৯ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে গুজরাতে।’’ 


কংগ্রেসের হাতে সময় নষ্ট হয়েছে দেশের, দাবি মোদির


কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মোদি আরও বলেন, ‘‘ওদের হাতে আমাদের ৪০-৫০ বছরের সময়কাল নষ্ট হয়েছে।  দরজায় দরজায় ঘুরে বেড়ানো করিয়েছে। কোর্ট-কাছারিতে গুজরাতের মানুষের কত টাকা নষ্ট হয়েছে। আজ সর্দার বাঁধ তৈরি হওয়ায় পটেলের স্বপ্ন পূরণ হয়েছে।’’ তাঁর হাতে তৈরি সর্দার পটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ কংগ্রেস সদস্য়দের ঘুরে দেখা উচিত বলেও মন্তব্য করেন মোদি।