নয়াদিল্লি: গত তিন বছরে বিজ্ঞাপন বাবদই বিপুল (Narendra Modi Government) খরচ কেন্দ্রীয় সরকারের (Advertisement Spending)। বাদল অধিবেশনে সংসদে দাঁড়িয়ে এমন হিসেব দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি জানিয়েছেন, গত তিন বছরে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং ওয়েব পোর্টালগুলিতে বিজ্ঞাপন দিতে সবমিলিয়ে ৯১১ কোটি ১৭ লক্ষ টাকা খরচ হয়েছে কেন্দ্রের। 


তিন বছরে বিজ্ঞানে ৯১১ কোটি খরচ মোদি সরকারের


শনিবার রাজ্যসভার অধিবেশনে বিজ্ঞাপন বাবদ খরচের খতিয়ান তুলে ধরেন অনুরাগ। ২০১৯-'২০ থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত সময়কালের হিসেব তুলে ধরেন তিনি। তিনি জানান, ২০১৯-'২০ অর্থবর্ষে ৫ হাজার ৩২৬টি সংবাদপত্রে ছাপানো বিজ্ঞাপন বাবদ কেন্দ্রের ২৯৫ কোটি ৫ লক্ষ টাকা খরচ হয়।


২০২০-'২১ অর্থবর্ষে বিজ্ঞাপন ছাপানো হয় ৫ হাজার ২১০টি সংবাদপত্রে। তাতে খরচ হয় ১৯৭ কোটি ৪৯ লক্ষ টাকা খরচ হয়। ২০২১-'২২ অর্থবর্ষে ৬ হাজার ২২৪টি সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানো হয়। তাতে খরচ হয় ১৭৯ কোটি ৪ লক্ষ টাকা। আর ২০২২-'২৩ অর্থবর্ষ, অর্থাৎ চলতি বছরের জুন মাস পর্যন্ত ১ হাজার ৫২৯টি সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপাতে ১৯.২৫ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র।



ওই একই সময়ে, ২০১৯-'২০ অর্থবর্ষে ২৭০টি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন বাবদ ৯৮ কোটি ৬৯ লক্ষ টাকা খরচ হয়। ২০২০-'২১ অর্থবর্ষে  ৩১৮টি চ্যানেলে বিজ্ঞাপন দিতে খরচ হয় ৬৯ কোটি ৮১ লক্ষ টাকা। ২০২১-'২২ অর্থবর্ষে ২৬৫ চ্যানেলে বিজ্ঞাপন দিতে ২৯ কোটির বেশি এবং ২০২২-'২৩ অর্থবর্ষে ৯৯টি চ্যানেলে বিজ্ঞাপন দিতে খরচ হয় ১ কোটি ৯৭ লক্ষ টাকা। 


কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের


বিজ্ঞাপনের পিছনে কোটি কোটি টাকা খরচ করা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে কেন্দ্র। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) ট্যুইটারে লেখেন, ‘বিজ্ঞাপনে খরচ: ৯১১ কোটি, নতুন বিমান কিনতে খরচ: ৮৪০০ কোটি, পুঁজিপতি বন্ধুদের করছাড়: বছরে ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকায কিন্তু প্রবীণদের রেলের টিকিটে ছাড় দিতে ১৫০০ কোটি টাকা নেই সরকারের। বন্ধুদের জন্য আকাশের নক্ষত্র পেড়ে আনতে পারেন, কিন্তু মানুষের জন্য কানাকড়িও খরচ করতে আপত্তি’।