নয়াদিল্লি: করোনাকালে দেশে ক্রমবর্ধমান অক্সিজেন সঙ্কেটর মধ্যে বেআইনিভাবে অক্সিজেন কনসেনট্রেটর মজুত করে রাখা ও তার কালোবাজারি করার অভিযোগে ব্যাবসায়ী নবনীত কালরাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। 


সম্প্রতি, রাজধানীতে কালরার তিনটি রেস্তোরাঁয় হানা দেয় পুলিশ। সেখান থেকে ৫০০টির বেশি অক্সিজেন কনসেনট্রেটর বাজেয়াপ্ত করা হয়। এরপর থেকেই বেপাত্তা ছিলেন কালরা। 


কোভিড-১৯ রোগীদের কাছে এই অক্সিজেন কনসেনট্রেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনাকালে, দেশে যখন অক্সিজেনের সঙ্কট তৈরি হয়েছে, তখন এই অক্সিজেন কনসেনট্রেটরের চাহিদা তুঙ্গে উঠেছে। আর সেই সুযোগে এর কালোবাজারি শুরু করেছে একদল অসাধু ব্যবসায়ী।


শুক্রবার, দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন কালরা। হাইকোর্ট কালরাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিতে অস্বীকার করে। এরপরই, তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ১৩ তারিখ নিম্ন আদালতেও খারিজ হয়েছিল কালরার আবেদন।


কালরার রেস্তোরাঁয় হানা দিয়ে মোট ৫২৪টি অক্সিজেন কনসেনট্রেটর উদ্ধার করে পুলিশ। মামলার দায়িত্ব তুলে নেয় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।


পুলিশের দাবি, চিন থেকে ওই অক্সিজেন কনসেনট্রেটরগুলি আমদানি করা হয়েছিল। এক-একটির দাম ছিল প্রায় ১৬ হাজার থেকে ২২ হাজার টাকা। কিন্তু, বিক্রি করা হতো ৫০ থেকে ৭০ হাজার টাকা।


ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন মারণভাইরাসের সেকেন্ড ওয়েভের ধাক্কায় জর্জরিত দেশ। কোভিড মোকাবিলায় দেশবাসী কঠোর লড়াই চালিয়ে যাচ্ছেন। দেশের স্বাস্থ্য পরিকাঠামোর ওপর প্রবল চাপ রয়েছে। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৪৬৩ জন।  


ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে দাঁড়াল ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭।