আজ থেকেই ডিআরডিও-র তৈরি ওষুধ বণ্টন শুরু দেশে

ডিআরডিও-র গবেষণাগারে তৈরি ওষুধের নাম ‘২ ডি-অক্সি ডি গ্লুকোজ’, সংক্ষেপে ‘২ ডিজি’। আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ থেকেই ১০ হাজার ডোজ বণ্টন করা হবে দেশের একাধিক হাসপাতালে।

Continues below advertisement

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় ডিআরডিও-র তৈরি ওষুধের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। ডিআরডিও-র গবেষণাগারে তৈরি ওষুধের নাম ‘২ ডি-অক্সি ডি গ্লুকোজ’, সংক্ষেপে ‘২ ডিজি’। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ থেকেই ১০ হাজার ডোজ বণ্টন করা হবে দেশের একাধিক হাসপাতালে।

Continues below advertisement

ইনস্টিটিউটট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সায়েন্সের ল্যাব ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপ অর্গানাইজেশন,  ডাঃ রেড্ডি ল্যাবরেটরিজের সঙ্গে যৌথভাবে এই ওষুধ তৈরি করা হয়েছে। চলতি মাসে এই ওষুধে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। ডিসিজিআই জানায়, জরুরি পরিস্থিতিতে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। জানা গিয়েছে, ভারতে ২২০ জন রোগীর ওপর এই ওষুধ প্রয়োগে আশানুরূপ ফল মিলেছে। 

করোনা পরিস্থিতিতে গোটা দেশ লড়ছে। নিত্যনতুন আবিষ্কারে মহামারী থেকে মুক্তির পথ খুঁজছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতেই ডাঃ রেড্ডি ল্যাবরেটরিজ এবং ডিআরডিও-র যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওষুধ। কীভাবে ব্যবহার হবে এই ওষুধ? পাউডার আকারে পাউচে মিলবে। চিকিৎসকরা জানাচ্ছেন জলে গুলে খেতে হবে এই ওষুধ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড মোকাবিলায় অন্তত্য কার্যকর এই ওষুধ। পাশাপাশি রোগীর দেহে অক্সিজেন সরবরাহেও কার্যকর ভূমিকা রয়েছে।

দেখা গিয়েছে, এই ওষুধ ব্যবহারকারীদের বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই-এর প্রয়োজন হয়নি। দেখা গিয়েছে এই ওষুধ ব্যবহারকারী একটি বড় অংশের রোগীর আরটিপিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। গতবছর মে থেকে অক্টোবর পর্যন্ত এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলেছে।  যাঁদের এই ওষুধ দেওয়া হয়েছে তাঁরা দ্রুত কোভিড মুক্ত হয়েছেন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ ফের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। দুপুর ১টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রকে এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই-সহ বেশ কয়েকজন মন্ত্রী।

আশার আলো দেখিয়ে দেশে কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১। 

Continues below advertisement
Sponsored Links by Taboola