নয়াদিল্লি: বন্ধুদের গ্রুপে একজন সাবস্ক্রিপশন নিলেই মোটামুটি ২-৩ জনের সমস্যার সমাধান হয়ে যাচ্ছিল এতদিন। তবে এবার সেই প্ল্যানে বাধ সাধতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। ভারতীয় দর্শকদের (Indian Subscriber) জন্য এবার পাসওয়ার্ড শেয়ারিং-এর সুবিধা আংশিকভাবে বন্ধ করল এই ওটিটি প্ল্যাটফর্ম। আজ থেকে ভারতীয় গ্রাহকদের জন্য এই পাসওয়ার্ড শেয়ারিং অপশন বন্ধ করছে সংস্থা। একটি বিবৃতি দিয়ে নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র একই পরিবারের সদস্যরা একটি অ্যাকাউন্ট একাধিক ব্যবহারের অনুমতি পাবেন। সে ক্ষেত্রে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকলেও এই সুবিধা ভোগ করতে পারবেন।                                                           


নতুন ফিচার নেটফ্লিক্সে:  তবে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রোফাইল ট্রান্সফার, অ্যাক্সেস এবং ডিভাইস ম্যানেজের মতো একাধিক নতুন আকর্ষণীয় ফিচার আনছে নেটফ্লিক্স। যাঁরা পরিবারের সদস্য বাদে অন্য কারও সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্স ব্যবহার করতেন ইতিমধ্যেই সেই অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে ইমেল বার্তা পাঠিয়েছে সংস্থা। পরিবারের সদস্যের বাইরে অন্যকারও সঙ্গে সাবস্ক্রিপশন শেয়ার করতে হলে মাসিক বাড়তি টাকা দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।  


আর কোন কোন দেশে বন্ধ পরিসেবা: উল্লেখ্য, শুধু ভারতেই নয়, এর আগে লাতিন আমেরিকার একাধিক দেশেই পাসওয়ার্ড শেয়ারিং-এ নিষেধাজ্ঞা জারি করেছে নেটফ্লিক্স। তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স (France), জার্মানি (Germany), অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মেক্সিকো এবং ব্রাজিলসহ (Brazil) প্রায় ১০০টিরও বেশি দেশ রয়েছে।


কেন এই সিদ্ধান্ত? নেটফ্লিক্সের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই কিছুটা ক্ষুব্ধ ভারতীয় গ্রাহকরা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? মে মাসের শুরুর দিকেই নেটফ্লিক্সের তরফে  রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছিল, অত্যধিক পরিমাণে পাসওয়ার্ড শেয়ারের কারণে মার্কেট কিছুটা খারাপ হয়েছে। কমে গিয়েছে গ্রাহক সংখ্যাও। বছরের শুরুতে আমেরিকায় অভিনেতা ও লেখকদের ধর্মঘটের জেরে প্রোডাকশনে বিশাল ধাক্কা খেয়েছিল। কমছিল গ্রাহক সংখ্যা। সেই সময়েই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ।    


আরও পড়ুন: Online Payment: UPI-পেমেন্টে ভুল? অন্য কাউকে টাকা? অভিযোগ জানাবেন কোথায়?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial