New Mahindra Scorpio: টিজার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার গাড়ির পুরো ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, আগামী ২৭ জুন লঞ্চ হবে মহিন্দ্রার বহু প্রতীক্ষিত এসইউভি Mahindra 'Scorpio-N'। 


New Mahindra Scorpio: নতুন প্লাটফর্মে তৈরি গাড়ি
XUV700-র মতো নতুন প্রজন্মের Scorpio নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে পাবেন একেবারে নতুন এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়র ডিজাইন। নতুন প্রজন্মের স্করপিও আরও আধুনিক চেহারায় আসছে। XUV700-র মতো নতুন লোগো দেখা গিয়েছে গাড়িতে। আগের মতোই এসইউভির বক্সি ডিজাইন রাখা হয়েছে নতুন গাড়িতে। নতুন গাড়িতে বদলে দেওয়া হয়েছে হেডল্যাম্প। এবার ক্রোম আউটলাইন সহ একটি নতুন গ্রিল দেখা যাবে গাড়িতে। সেরা অফ-রোড অ্যাঙ্গেল-সহ আরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এই এসইউভিতে।


2022 Mahindra Scorpio: নতুন মহিন্দ্রা স্করপিওর বৈশিষ্ট্য
Mahindra Scorpio-তে একটি প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, যা C-আকৃতির LED DRL-এর সঙ্গে টপ-স্পেক ট্রিমগুলিতে  অল-এলইডি ইউনিট হিসাবে দেওয়া হবে। SUV-র সাইড প্রোফাইলের কথা বললে, এতে মাল্টি-স্পোক অ্যালয় হুইল দেওয়া হবে। এছাড়াও SUV-র পিছনে স্ট্রেইট LED টেলল্যাম্প পাওয়া যাবে। 


New Mahindra Scorpio: কী ইঞ্জিন থাকছে নতুন স্করপিওতে ?
নতুন প্রজন্মের Scorpio-তে 2.0-লিটার mStallion টার্বোচার্জড পেট্রোল মোটর ও 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন থাকতে পারে। 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও 6-স্পিড টর্ক-কনভার্টার AT ট্রান্সমিশন অপশন হিসাবে দেওয়া হতে পারে গাড়িতে। নতুন Mahindra Scorpio আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে। আগামী মাসে মাহিন্দ্রা স্করপিওর 20 তম বছর। 2002 সালে প্রথম Mahindra Scorpio গাড়ি লঞ্চ হয়। সেই উপলক্ষে আগামী মাসে গাড়ি আনছে মহিন্দ্রা। এমনিতেই এই গাড়ি নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মধ্যে। মহিন্দ্রা XUV700-র পর নতুন স্করপিও নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। মনে করা হচ্ছে, শুরুতেই রেকর্ড বুকিং হতে পারে মহিন্দ্রা স্করপিওর।


আরও পড়ুন : Range Rover Sport: আরও ফিচার, আরও প্রযুক্তি, আসছে রেঞ্জ রোভার স্পোর্টস