নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের উপর (Fuel Price) এক্সাইজ ডিউটি (Excise Duty on Fuel) কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮টাকা, ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সাধারণ মানুষের কাঁধ থেকে দৈনন্দিন খরচের বোঝা লাঘব করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman। আগে যদিও শুল্কের হার বাড়িয়েছিল কেন্দ্র। তাই সামান্য দাম কমলেও, সাধারণ মানুষ আদৌ রেহাই পাবেন কিনা, প্রশ্ন উঠছে।


বড় ঘোষণা কেন্দ্রের


শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জ্বালানির উপর থেকে শুল্ক কমানোর ঘোষণা করেন নির্মলা। তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার দরিদ্র এবং সাধারণ মানুষের কষ্টলাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সাধারণ সুরাহার জন্য আরও কিছু পদক্ষেপের ঘোষণা করছি আমরা।'



এক্সাইজ ডিউটি কমায় সাড়ে ৯টাকা দাম কমবে পেট্রোলের। এক্সাইজ ডিউটি কমায় ৭টাকা দাম কমবে ডিজেলের। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারে মিলবে এই ভর্তুকি। শনিবার টুইট করে জানালেন নির্মলা।


আরও পড়ুন: Biplab Deb : উড়ানের আগেই যান্ত্রিক ত্রুটি ! অল্পের জন্য দুর্ঘটনা এড়াল বিপ্লব দেবের হেলিকপ্টার


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে এত দিন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছিল। ২০২২-এর এপ্রিল মাসে পাইকারি এবং খুচরো ব্যবসায় তেলের দাম যে হারে ঊর্ধ্বমুখী হয়েছে, তা এ যাবৎ কখনও চোখে পড়েনি। তার জেরে রিজার্ভ ব্যাঙ্কও সুদের হার বাড়িয়ে দেয়। তাতে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, নাভিশ্বাস উঠতে শুরু করে সকলেরই। 


আগে শুল্কের হার বাড়িয়েছিল কেন্দ্র


অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, "কেন্দ্রীয় সরকার একটা সময় এই শুল্কের হার বাড়িয়েছিল। তাই খানিকটা কমানো কেন্দ্রের দায়ের মধ্যেই পড়ে। নির্মলা বলেছেন, রাজ্যগুলিরও শুল্ক কমানোর উচিত। কিন্তু কেন্দ্র যখন পেট্রোলে ৮ টাকা দাম কমাচ্ছে, তার ২৫ শতাংশ, অর্থাৎ ২ টাকা আপনাআপনিই কমছে রাজ্যগুলির। তাই এর বেশি করা সম্ভব কিনা, তাদের সিদ্ধান্ত নিতে হবে।"