Vivo Y75 In India: ভারতে তদের নতুন স্মার্টফোন Vivo Y75 নিয়ে এল ভিভো। এই স্মার্টফোনের মূল বিশেষত্ব সেলফি ক্যামেরা। এতে রয়েছে 44 মেগাপিক্সেল সেলফি সেন্সর। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 6.44-ইঞ্চি ফুল HD ডিসপ্লে।যার রেজোলিউশন 1080X2400 পিক্সেল। 


Vivo Y75 Launch: ফোনে রয়েছে এই বৈশিষ্ট্য
ফোনে MediaTek Helio G96 চিপসেট দিয়েছে কোম্পানি। ফোনের পারফরম্যান্স বজায় রাখতে এতে 8GB RAM দেওয়া হয়েছে। এছাড়া এতে ৪ জিবি পর্যন্ত বুস্টার র‍্যাম দেওয়া হয়েছে ডিভাইসে। ফোনটির ইন্টারনাল মেমরি 128 জিবি। যা মাইক্রোএসডি কার্ড দিয়েও বাড়ানো যাবে। ফোন ডুয়াল সিম সাপোর্ট সহ Google Android 11-এ চলে। এই ডিভাইস Funtouch OS-এ কাজ করে। ফোনে পাওয়ারের জন্য 4050mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা 44 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই ফোন 30 মিনিটে 65 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।


Vivo Y75: কেমন ক্যামেরা ফোনে ?
ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ একটি 50MP প্রাথমিক ক্যামেরা। পাবেন f/2.2 অ্যাপারচার সহ একটি 8MP ওয়াইড-এঙ্গেল লেন্স ছাড়াও f/2.4 অ্যাপারচার সহ একটি 2MP ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য এতে 44MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ক্যামেরায় পাবেন একাধিক শুটিং মোড। যাতে আই অটোফোকাস, আল্ট্রা-ওয়াইড নাইট, সুপার ম্যাক্রো, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, এআই এক্সট্রিম নাইট, স্টেডিফেস সেলফি ভিডিও, মাল্টি-স্টাইল পোর্ট্রেট, ডাবল এক্সপোজার ও আরও অনেক কিছু।


Vivo Y75 Launch: কত দাম ফোনের ?
এই ফোনটি মুনলাইট শ্যাডো ও ডান্সিং ওয়েভস রঙে পাওয়া যাবে। এই ফোন 20999 টাকায় Flipkart, Vivo অনলাইন স্টোর ও অফলাইন খুচরো বিক্রেতাদের কাছে পাওয়া যাবে। সঙ্গে থাকছে কিছু আকর্ষণীয় অফার ।


আরও পড়ুন : Cyber Fraud: ৭ কোটি টাকা চুরি ! আপনার কাছে রয়েছে এই পেমেন্ট অ্যাপ ?