নয়াদিল্লি: ফের নতুন করে ভয় দেখাচ্ছে করোনা ৷ দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ এই অবস্থায় বিমান যাত্রাতেও ফের ইন-ফ্লাইট খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷


ডোমেস্টিক বিমানে দু’ঘণ্টারও কম সময়ের যাত্রায় মিলবে না খাবার ৷ সোমবার এমনটাই ঘোষণা করা হয়েছে বিমান মন্ত্রকের তরফে ৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷


সোমবার বিমানযাত্রার জন্য একাধিক নতুন নির্দেশিকা জারি করে মন্ত্রক জানিয়েছে, অন্তর্দেশীয় বিমানে দু'ঘণ্টার কম যাত্রাপথে কোনও খাবার দেওয়া যাবে না। দু'ঘণ্টার বেশি সময়ের ক্ষেত্রে প্যাকেটজাত খাবার, এককালীন ব্যবহারযোগ্য চামচ, প্লেট দেওয়া যাবে। পাশাপাশি কোনও জিনিসের পুনর্ব্যবহার করা যাবে না বলেও কড়া নির্দেশ জারি করেছে কেন্দ্র। বিমানে খাবার দেওয়ার সময়ে দূরত্ববিধি মেনে চলা এবংখাবার পরিবেশনের সময় বিমানের ক্রু মেম্বারদের গ্লাভস পরা আবশ্যিক ৷ 


পর পর তিন দিন দেশের দৈনিক সংক্রমণ দেড় লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। যা সোমবারের তুলনায় হাজার সাতেক কম। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩। গত কয়েক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির জেরে ব্রাজিলকে টপকে মোট আক্রান্তের নিরিখে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। কোভিডের কারণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৭৯ জন। এ নিয়ে গত পাঁচদিন দেশে দৈনিক মৃত্যু হল ৭৫০-এর বেশি। দেশে মোট ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।