নয়াদিল্লি: দফায় দফায় তল্লাশি, হানা চলছিলই। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) সংগঠনকে নিয়ে এ বার কঠোর অবস্থান কেন্দ্রের। পাঁচ বছরের জন্য দেশে নিষিদ্ধ হল PFI. নিষিদ্ধ করা হল তাদের সহযোগী এবং শাখা সংগঠনগুলিকেও। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (UAPA)  ওই সংগঠনকে নিষিদ্ধ করা হল। শুধু তাই নয়, UAPA-র ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, দেশে নিষিদ্ধ ৪২টি জঙ্গি সংগঠনের অন্তর্ভুক্তও করা হয়েছে PFI-কে।

   


দেশে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হল PFI


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, PFI-এর শাখা সংগঠন, রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF), ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া (CFI), অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল (AIIC), ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO), ন্যাশনাল উইমেন্স ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রেহাব ফাউন্ডেশন কেরলকেও নিষিদ্ধ করা হয়েছে। 


কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, PFI এবং তার সহযোগী ও শাখা সংগঠনগুলিকে বেআইনি ঘোষণা করা হল। UAPA-র আওতায় এই মুহূর্ত থেকে বেআইনি বলে ঘোষিত হল ওই সংস্থা। কেন্দ্রের দাবি, PFI, তার সহযোগী এবং শাখা সংগঠনগুলি বেআইনি কাজকর্মে যুক্ত ছিল, যা এই দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর। তাদের দ্বারা দেশের অন্দরে শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: Stock Market Closing: গতি দিয়ে শুরু করেও দিশা দেখাল না বাজার, কোন আশঙ্কায় থমকাল নিফটি ?


স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (SIMI), জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (JMB) এবং ইসলামিক স্টেট অফ ইন্ডিয়া অ্যান্ড সিরিয়া (ISIS)-এর সঙ্গে PFI-এর সংযোগ ছিল বলেও দাবি করেছে কেন্দ্র। কেন্দ্রের দাবি, PFI, তার সহযোগী এবং শাখা সংগঠনগুলি আর্থ-সামাজিক, শিক্ষা এবং রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের তুলে ধরলেও, সমাজের একটি বিশেষ অংশকে কট্টরপন্থার দিকে টানার গোপন অভিসন্ধি ছিল তাদের।


মঙ্গলবারই দেশের সাত রাজ্যে দফায় দফায় তল্লাশি চালানো হয়। PFI-এর সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে ২৭০ জনকে গ্রেফতার করা হয়। কর্নাটক পুলিশের দাঁড়িয়ে থেকে এই তল্লাশি অভিযান চালায়। তার আগে নিরাপত্তার কারণ দেখিয়ে সংগঠনের রাজনৈতিক শাখা সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)-র ৮০ জনের বেশি সদস্যকে আটক করা হয় কর্নাটকে। এ ছাড়াও, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত, অসম, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও ব্যাপক তল্লাশি চালানো হয়।


নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকায় PFI


এর আগে, গত সপ্তাহেও দেশ জুড়ে ১৫টি রাজ্যে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা NIA এবং অন্যান্য় তদন্তকারী সংস্থাগুলি। সে বারও ১০০-র বেশি PFI কর্মীকে গ্রেফতার করা হয়। সংগঠনের চেয়ারম্যান ওএমএ সালামকেও গ্রেফতার করেন তদন্তকারীরা।