নয়াদিল্লি: ২০২১-র ডিসেম্বর এবং ২০২২-র জুনের মেয়াদ মিলিয়ে ইউজিসি-নেট (ugc net) পরীক্ষার নতুন নির্ঘণ্ট ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (nta)। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার প্রথম দফার নির্ঘণ্ট (schedule) দেওয়া হয়েছে। পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি (cbt) মোডে হওয়ার কথা।
কবে কী পরীক্ষা?
নতুন নির্ঘণ্ট অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের যোগ্যতা বিচারের জন্য ৯, ১১ এবং ১২ জুলাই ইউজিসি-নেট পরীক্ষা নেবে এনটিএ। পরীক্ষা হবে ১২, ১৩ এবং ১৪ অগস্টও। এর মধ্যে ৯ জুলাই মোট ২৫টি বিষয়ে পরীক্ষার হওয়ার কথা। ৫টি বিষয়ে পরীক্ষা হবে ১১ জুলাই। আর ১২ জুলাই ৪ বিষয়ে পরীক্ষা নেবে এনটিএ । ৯ জুলাই যাঁদের পরীক্ষা, সেই পরীক্ষার্থীদের কোনও শহরে সিট পড়বে সেটি আজ সাইটে জানানো হয়েছে।
নজর থাকুক সাইটে
জুলাইয়ের তিন দিন পরীক্ষার পর যে বিষয়গুলি বাকি থাকবে, আগামী ১২, ১৩ এবং ১৪ অগস্ট সেগুলির উপর পরীক্ষা নেওয়া হবে। তবে কোন দিন কোন বিষয়ে পরীক্ষা হবে, সেটা পরে জানানো হবে। সেগুলির সময়সূচিও পরবর্তীকালে ঘোষণা করবেন কর্তৃপক্ষ। এ জন্য পরীক্ষার্থীদের ugcnet.nta.nic.in এবং nta.nic.in ওয়েবসাইটদুটিতে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। আপাতত কর্তৃপক্ষ জানিয়েছেন, ৯, ১০ এবং ১১ জুলাইয়ে যাঁদের পরীক্ষা হওয়ার কথা তাঁদের অ্যাডমিট কার্ড শীঘ্রই সাইটে দিয়ে দেওয়া হবে। তাই সাইটটি যেন ভালো করে নজরে রাখেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, কোভিড-১৯-র কারণে ২০২১-র ডিসেম্বরের ইউজিসি নেট পিছিয়ে গিয়েছিল যার ধাক্কা লাগে ২০২২-র জুনের নেটে। পরীক্ষাসূচি যাতে নিয়মিত করা যায় সেই জন্য দুটি মেয়াদ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। তার পরে আজকের নতুন নির্ঘণ্ট।
আরও পড়ুন:পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা করতে হবে বড় আবাসনগুলিকে! সিদ্ধান্ত কলকাতা পুরসভার