নয়াদিল্লি: একপর্দায় ফের একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানকে (Salman Khan)। ১৯৯৫ সালে 'করণ-অর্জুন' (Karan-Arjun) ছবিতে সলমন ও শাহরুখকে একসঙ্গে 'অ্যাকশন' (Action) করতে দেখা যায়। এছাড়াও আনন্দ এল. রাইয়ের 'জিরো' (Zero) ছবিতে একটি গানে সলমন খানকে দেখা যায়। শোনা যাচ্ছে একে অপরের 'টাইগার ৩' (Tiger 3) ও 'পাঠান' (Pathaan) ছবিতে ক্যামিও করবেন তাঁরা। তবে সূত্রের খবর, এই সবকিছুর পাশাপাশি, একটি আদ্যোন্ত অ্যাকশন ফিল্মে দেখা যাবে তাঁদের। হিরোর চরিত্রে থাকবেন দু'জন। প্রযোজনার দায়িত্বে যশ রাজ ব্যানার (Yash Raj Banner)।


ফের এক ছবিতে শাহরুখ-সলমন?


সূত্রের খবরে তোলপাড়া সোশ্যাল মিডিয়া। ফের তাহলে একই ছবিতে দুই হিরোকে একসঙ্গে অ্যাকশন করতে দেখা যাবে? ১৯৯৫ সালের 'করণ-অর্জুন' ছবির ২৭ বছর পর!


প্রসঙ্গত, আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে, মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের অ্যাকশন ছবি 'পাঠান'। সেখানে প্রথম 'ক্রসওভার' (Cross Over) করতে দেখা যাবে 'টাইগার' ওরফে সলমন খানকে। এরপর এই একইভাবে সলমন খানের ইদ রিলিজ 'টাইগার ৩' ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। এর সঙ্গেই খবর পাওয়া যাচ্ছে যে 'যশ রাজ'-এর ব্যানারেই একটি ছবি তৈরির পরিকল্পনা চলছে। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় ছবি হতে চলেছে সেটি।


আরও পড়ুন: Miss India World 2022: ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের শিরোপা জিতলেন কর্ণাটকের সিনি শেট্টি


সূত্রের খবর, আদিত্য চোপড়া শাহরুখ ও সলমনকে নিয়ে দুটি হিরো সম্বলিত অ্যাকশন ছবি নিয়ে আসতে চলেছেন। ১৯৯৫ সালের পর এক ছবিতে দুই খানকে সম্পূর্ণ রূপে এই প্রথম দেখবেন দর্শক। আদিত্য চোপড়া কিছুদিন ধরে এই কনসেপ্টে কাজ করছেন এবং তিনি চিত্রনাট্য, স্ক্রিনপ্লে এবং সংলাপে ব্যাপকভাবে কাজ করবেন বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে এই ছবির কাজ শুরু হবে ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুর দিকে। এমনকী এই প্রজেক্টের জন্য দুই তারকাই শিডিউলের বেশ অনেকদিন সময় ফাঁকা রাখছেন বলেও খবর। তাঁদের তারিখ পেলেই ছবির প্রথম দফার স্ক্রিপ্ট রিডিং হবে বলে জানা যাচ্ছে।